ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘাটাইলে নৌকার প্রার্থী হেকমত সিকদার, স্বতন্ত্র প্রার্থীর কাছে শোচনীয় পরাজয়


রবিউল আলম বাদল ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ বৃহস্পতিবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অনুষ্ঠিতব্য সাগরদিঘী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতীক হেকমত সিকদার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্রপ্রার্থী হাবিবুল্লাহ বাহারের প্রতিক মোটর সাইকেল কাছে শোচনীয় ভাবে পারজিত হয়েছে।নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৫জন প্রতিদ্বন্দীতা করেন।সাগররদিঘী ইউনিয়নে সকাল ৮টা৩০থেকে ৪টা ৩০ পর্যন্ত ৯টি ওয়ার্ডে বিরাহীন ভাবে নারী পুরুষ ভোটারের স্বতফুর্ত অংশগ্রহনে ভোট গ্রহন শুরু হয়।চেয়ারম্যান প্রার্থী মোঃ হেকমত সিকদার নৌকা প্রতীকে তার প্রাপ্ত ফলাফল ৩৪৪৪ ভোট, তার নিকতম প্রতিদ্বন্দি বেসরকারী ভাবে বিজয়ী প্রার্থী হাফেজ মাঃ মোঃ হাবিবুল্লাহ বাহার তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৪৪১৩ ভোট,মোঃ শহিদুল ইসলাম স্বতন্ত্রপ্রার্থী তিনি ৩৫৬৭ ভোট পেয়ে তৃতীয় স্থানে শাহাদৎ সিকদার আনারস প্রতীকে ৩২৩৯ ভোট পেয়ে ৪র্থ, হযরত আলী ঘোড়া প্রতিকে ১০৫ ভোট পান।উল্লেখ্য সাগদিঘিী ইউনিয়ন পরিষদ নির্বাচন সীমানা সংক্রান্ত জটিলতায় কারনে শেষে নির্বাচন অনুষ্ঠিত।