ঢাকা, রবিবার, ২৬শে মার্চ ২০২৩ ইং | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ইতালিকে উড়িয়ে দিল মেসিবিহীন আর্জেন্টিনা

নিউজ ডেক্স : ইংল্যান্ডের ইতিহাদ স্টেডিয়ামে শুক্রবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইতালিকে ২-০ গোলে পরাজিত করেছে মেসির আর্জেন্টিনা। তবে এদিন মাঠে মেসিকে মাঠে নামাননি আর্জেন্টিনা বস সাম্পাওলি। তবে মেসি বিহীন আর্জেন্টিনা দুদান্ত খেলেই এদিন জয় পায়।

বৃহস্পতিবার অনুশীলনে কুঁচকির ইনজুরিতে পড়েছিলেন মেসি। সে কারনেই বিশ্বকাপের প্রস্তুতিমূলক এই অনুশীলন ম্যাচে কোচ জর্জ সাম্পাওলি দলের মূল তারকাকে নিয়ে কোন ধরনের ঝুঁকি নিতে চাননি। বিশেষ করে ব্যস্ত ঘরোয়া সূচী ও বিশ্বকাপকে সামনে রেখে সাম্পাওলি পাঁচ বারের ব্যালন ডি’অর বিজয়ীকে বিশ্রামে রেখেছেন। যদিও সুপারস্টারের অনুপস্থিতিতে ইতালিয়ানদেও বিপক্ষে আর্জেন্টিনা সুস্পষ্ট আধিপত্য বিস্তার করেই জয় তুলে নিয়েছে। ম্যাচের এভার বানেগা ও ম্যানুয়ের লানজিনির গোল করেন।

সংঘবদ্ধ একটি আক্রমন থেকে সেভিয়া মিডফিল্ডার বনেগা লো স্ট্রাইকে বুফনকে পরাজিত করলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৮৫ মিনিটে ১৮ গজ দুর থেকে ওয়েস্ট হ্যামের লানজিনি ব্যবধান দ্বিগুন করার পাশাাশি আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন।

You must be Logged in to post comment.

মাদারীপুরে মুক্তিযোদ্ধাদের সম্মাননা     |     লালমনিরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ পালিত     |     সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     গাংনীতে বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |     ফুলবাড়ীতে মাদকাসক্ত ছে‌লে‌কে ভ্রাম্যমান আদাল‌তে দি‌লেন মা     |     আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন     |     মহান স্বাধীনতা দিবসে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের সংবর্ধনা প্রদান     |     ফুলবাড়ীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |     ঘাটাইলে স্বাধীনতা দিবস উদযাপিত     |