ঢাকা, বৃহস্পতিবার, ৩০শে মার্চ ২০২৩ ইং | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

উত্তেজক পোশাকে ধর্মীয় স্থানে গিয়ে বিতর্কে বিগ বস তারকা !

আজকের রিপোর্ট ডেক্স : ছোট পোশাকে ধর্মীয় স্থানে যাওয়া এবং সেখানে গিয়ে উত্তেজক ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কে জড়ালেন নীতিভা কল।

টেলিভিশনের জনপ্রিয় মুখ নীতিভা কল। বিগ বসের মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেছিলেন। সম্প্রতি তিনি ছুটি কাটাতে গিয়েছিলেন কর্ণাটকের গোকর্ণ সৈকতে। সেখানে গিয়েই উত্তেজক পোশাকে পড়ে দুটি ছবি তোলেন নীতিভা। এবং সেই ছবি পোস্ট করেন ফেসবুক পেজে।

এরপর থেকেই শুরু হয়। গোকর্ণ হিন্দু ধর্মের পবিত্র তীর্থভূমি। এই গোকর্ণ সৈকতের কাছেই জন্মেছিলেন শ্রী হনুমান। এই প্রকারের তীর্থভূমিতে গিয়ে উত্তেজক পোশাক পড়ে ছবি তোলার কারণে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হয়েছেন নীতিভা কল। বহু বিরূপ কমেন্টে ভরে গিয়েছে। প্রায় সব ক্ষেত্রেই তাঁকে সমালোচিত হতে হয়েছে পবিত্র হনুমান জন্মস্থানে উত্তেজক ছবি তোলার জন্য।

যদিও হনুমানের জন্মস্থানে উত্তেজক ছবি তুলে এবং তা ফেসবুক পেজে পোস্ট করে তিনি কোনও ভুল করেননি বলে দাবি করেছেন নীতিভা কল। তাঁর কথায়, “একবিংশ শতকে আমাদের এই ছোট ছোট বিষয়গুলি থেকে বাইরে বেড়িয়ে আসতে হবে। আমি একজন ভারতীয় নারী। আমি ছোট জামা কাপর বা বিকিনি পড়ি। তার মানে এই নয় যে আমি হনুমানকে শ্রদ্ধা বা সম্মান করি না।”

You must be Logged in to post comment.

ঠাকুরগাঁওয়ে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু     |     মেহেরপুরে শরিকানা জমি নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় বাবা ছেলে জখম     |     গাংনীতে কাজীপুর মুক্তিযোদ্ধাদের ৮ কবর স্মৃতি সৌধস্থল পরিদর্শন করলেন ইউএনও সাজিয়া সিদ্দিকা সেতু     |     টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু     |     ছাত‌কে গো‌বিন্দগঞ্জ ক‌লে‌জে অ‌বৈধ অধ্যক্ষ অপসার‌নের দা‌বি‌তে মানবন্ধন      |     মেহেরপুরে মাটি বহনকারী ট্রলির চাপায় শিশু নিহত     |     টাঙ্গাইল-৪ আসন ভিআইপি প্রার্থী লতিফ সিদ্দিকী দুই দলের বিষফোঁড়া     |     ডোমারে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত     |     কোটচাঁদপুর জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৯!     |     বগুড়ার শেরপুরে প্রায় ৮ কোটি টাকা হাতিয়ে নিয়ে ফিলিং স্টেশনের মালিক লাপাত্তা     |