উদ্বোধনের অপেক্ষায় লালমনিরহাটের দ্বিতীয় তিস্তা সড়ক ও ধরলা সেতু


মোঃ রেজাউল করিম লালমনিরহাট: লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার মধ্যে সড়ক যোগাযোগের উন্নতি সাধনে জেলা দুটিকে বিভক্তকারী ধরলা নদীর ওপর ৯৫০ মিটার দ্বিতীয় ধরলা সেতুর মূল নির্মান কাজ শেষ হয়েছে। অপর দিকে রংপুর- লালমনিরহাট জেলার মধ্যে দুরুত্ব কমিয়ে আনতে তিস্তা নদীর ওপর ৮৫০ মিটার দ্বিতীয় তিস্তা সড়ক সেতুর নির্মান কাজও শেষ হয়েছে। আগামী মার্চেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু দুটি উদ্বোধন করতে পারেন বলে জানিয়েছেন একাধিক নেতা। দ্বিতীয় ধরলা সেতু চালু হলে সহজেই কুড়িগ্রামের ফুলবাড়ী,নাগেশ^রী ও ভুরুঙ্গামারী উপজেলার মানুষ লালমনিরহাট জেলায় যাতায়াত করতে পারবেন। একই সঙ্গে রংপুর বিভাগীয় শহরের সঙ্গেও যুক্ত হতে পারবেন। এতে রংপুরের সঙ্গে ফুলবাড়ী ও ভুরুঙ্গামারী উপজেলার দুরুত্ব কমবে প্রায় ২০ কিলোমিটার। ফলে যোগাযোগ ব্যবষ্থার পাশাপাশি ব্যবসা-বানিজ্যেও এ প্রসার ঘটবে। এদিকে তিস্তা সড়ক সেতু এলাকায় সরে জমিনে গিয়ে দেখা যায়, সেতুটির সব কাজ শেষ এখন উদ্বোধনের অপেক্ষায় আছে। সেতুটি খুলে দেওয়া হলে খুব অল্প সময়ের মধ্যেই লালমনিরহাট জেলার আদিতমারী কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার লোকজন সহজে যাতায়াত করতে পারবেন। এর সুফল পাবে রংপুরের পিছিয়ে থাকা গঙ্গাচড়া উপজেলার মানুষও। ব্যবসায়ীরা জানান,সেতু ২টি এ অঞ্চলের ব্যবসা-বানিজ্য ও উৎপাদিত কৃষি পণ্যে বাজারজাতে দারুন ভ’মিকা রাখবে। আর দিত্বীয় তিস্তা সড়ক সেতু চালু হলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের সঙ্গে সড়ক পথে বিভাগীয় শহর রংপুর ঢাকার দুরুত্ব কমে আসবে প্রায় ৬০ কিলোমিটার। এতে তারা কম সময়ে পণ্য পরিবহন করতে পারবেন। বুড়িমারী স্থলবন্দর ব্যবহারকারী মেসার্স সায়েদ এন্টারপ্রাইজ সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানিকারক ব্যবসায়ী সায়েদুজ্জামান সায়েদ জানান, কাকিনা-মহিপুর তিস্তা সড়ক সেতু চালু করা হলে বুড়িমারী- লালমনিরহাট- বড়বাড়ী হয়ে ঘুরে রংপুর যেতে হবে না। এতে অল্প সময়ে পণ্য গন্তব্যে পাঠানো যাবে। তাতে পরিবহন খরচও কম লাগবে। লালমনিরহাট ও কুড়িগ্রাম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১২সালে ২০এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১২ কোটি ৬৫ লাখ টাকা ব্যায়ে কাকিনা-মহিপুর দ্বিতীয় তিস্তা সড়ক সেতুর নির্মান কাজের ভিত্তি ফলক উদ্বোধন করেন। ২০১৪ সালের ৩১ জুনের সেতুর নির্মান কাজ শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নাভানা(জেভি) কনস্ট্রাকশন তা শেষ করতে না পারলেও সময় বৃদ্ধি করে কাজ শেষ করেন। এদিকে ২০১২ সালের ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা লালমনিরহাটের কুলাঘাট-কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর ওপর ৯৫০ মিটার পিসি গার্ডাও দ্বিতীয় ধরলা সেতুর ভিত্তি প্রস্তুর স্থাপন করেন। ২০১৪ সালের ২৪ এপ্রিল ২৯১ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে সেতুর নির্মান কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৭ সালের ২৪ জুন। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সিমপেক্স-নাভানা সময় বৃদ্ধি করে কাজ শেষ করেন। লালমনিরহাটের চেম্বার অব কমার্সের সভাপতি কামরল ইসলাম বকুল বলেন, দুটি সেতু পিছিয়ে থাকা রংপুর অঞ্চলের ইতিবাচক আর্থসামাজিক পরিবর্তন আনবে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি নতুন কর্মসংস্থান ও বানিজ্য সম্ভাবনা সৃষ্টি হবে। লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবু সাঈদ দুলাল বলেন, তিস্তা –ধরলা নদী লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুরবাসী উন্নত যোগাযোগ ব্যবস্থার অন্তরায় ছিল। এ অঞ্চলের দারিদ্র পীড়িত মানুষকে অর্থনৈতিক ভাবে এগিয়ে নিতে কাকিনা-মহিপুর দ্বিতীয় তিস্তা সড়ক সেতু এবং কুলাঘাট-ফুলবাড়ী এলাকায় দ্বিতীয় ধরলা সেতু নির্মান করেছে সরকার। শিগগিরই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু দুটি উদ্বোধন করবেন বলেও জানিয়েছেন তিনি।