উন্নয়ন ভাবনা বিষয়ক মতবিনিময় সভা


মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী উপজেলায় এসডিজি বাস্তবায়নে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে জনসাধারণের সাথে বিভিন্ন উন্নয়ন ভাবনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে আমজানখোর ইউনিয়ন পরিষদ চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ইউনিয়নের রাস্তাঘাট, স্কুল কলেজ, চিকিৎসা ব্যবস্থাসহ নানা সমস্যার চিত্র তুলে ধরে সর্বস্তরের মানুষ তাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যত প্রত্যাশা সম্পর্কে খোলামত ব্যক্ত করে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ: মান্নানের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সফিকুল, অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী, আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান মো. আকালু (ডংগা) প্রমুখ উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন এবং সকলের নিকট নিজ নিজ এলাকার বিভিন্ন উন্নয়নের চাহিদা শোনেন।
উপজেলা নির্বাহী অফিসার আ: মান্নান বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড সমূহ হতে সরকারের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা ও প্রাপ্তি সম্পর্কে ধারণা গ্রহন করা হবে।