ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

উপজেলা চেয়ারম্যানের দূর্নীতি- ছাতকে ৪লাখ টাকার প্রকল্পে ২লাখ টাকা ঘুষ দাবি

ছাতক প্রতিনিধি:ছাতকে ৪লাখ টাকার প্রকল্পে উপজেলা চেয়ারম্যানের ২লাখ টাকা ঘুষ দাবির ঘটনা নিয়ে উপজেলা জুড়ে তোলপাড়। বৃহস্পতিবার উপজেলা পরিষদে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ অভিযোগ করেন জাউয়া ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন। অভিযোগে জানা যায়, গত ২০১৭-১৮অর্থ বছরে হাট-বাজার উন্নয়ন তহবিলের আওতায় জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের আঙ্গিনা ও রাস্তায় মাঠি ভরাটের জন্যে কোটেশনের মাধ্যমে ৪লাখ ৯৯হাজার ৮১টাকার কার্যাদেশ দেয়া হয়। উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক মেসার্স সাদিকুর রহমান এন্টারপ্রাইজের নামে প্রদত্ত কার্যাদেশের পর গত ১১ফেব্রুয়ারি উপজেলা প্রকৌশলী আবুল মুনসুর মিয়া প্রকল্প এলাকা সরেজমিন পরিদর্শন করে কাজের গুনগতমান সন্তেুাষজনক থাকায় চুড়ান্ত বিল পরিশোধের সুপারিশ করেন। পরে ১৯ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খান প্রকল্প তদন্ত করে বিল প্রদানের সূপারিশ করেন। কিন্তু এক্ষেত্রে চরম বিপত্তি ঘটে উপজেলা চেয়ারম্যানের ক্ষেত্রে। দীর্ঘদিন ঠিকাদার উপজেলা চেয়ারম্যানের অফিসে ধর্ণা দিলেও তিনি প্রায় দেড়মাস পর ১০এপ্রিল তিনি নোট শীটে আলোচনা করুন’ লিখে দেন। পরবর্তিতে ঠিকাদার জাউয়াবাজার ইউপি চেয়ারম্যানের দ্বারস্থ হলে ১২এপ্রিল ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন পরিষদে থাকা উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মো. লাহিন, ইউপি সদস্য আব্দুল হক ও আঙ্গুর মিয়াকে নিয়ে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরি বকুলের কাছে গিয়ে বিল পরিশোধের ব্যাপারে সূপারিশ করেন। এসময় তিনি চুড়ান্ত বিল পরিশোধের জন্যে ২লাখ টাকা দাবি করেন। অন্যথায় তিনি বিলে স্বাক্ষর করবেন না বলে জানান। এঘটনায় ক্ষোব্ধ হয়ে ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন উপস্থিত সাংবাদিক ডেকে এসব অভিযোগ করেছেন। এব্যাপারে নির্বাহী অফিসার মোাম্মদ নাছির উল্লাহ খান বলেন, ঠিকাদারের বিল পরিশোধের জন্য সূপারিশ করা হয়েছে। কিন্তু পরবর্তি বিষয়ে তিনি কিছুই অবগত নহেন বলে জানান

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |