উপজেলা প্রশাসন কর্তৃক আটোয়ারীর রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢেউ টিন ও চেক বিতরণ


আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ১৯ নং রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয মেরামতের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণের ৩ বান্ডিল ঢেউ টিন ও ৯ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল উপজেলা পরিষদ চত্বরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র বর্মনের হাতে আনুষ্ঠানিকভাবে ঢেউটিন ও চেক তুলে দেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বস্তবায়ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সংশিল্ট বিদ্যালয়ের সহকারী শিক্ষক সহ গণমাধ্যমকর্মী।