উপজেলা মহিলালীগের উদ্যোগে গাংনীতে সরকারের উন্নয়ন তুলে ধরে উঠান বৈঠক অনুষ্ঠিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে আওয়ামীলীগ সরকারের দৃশ্যমান উন্নয়ন তুলে ধরে উন্নয়ন বার্তা জনগণের মাঝে পৌছে দিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে গাংনী উপজেলা আওয়ামী মহিলা লীগের উদ্যোগে উপজেলা কাজীপুর ইউপির অন্তর্গত বেতবাড়ীয়া গ্রামে উঠান বৈঠকের আয়োজন করা হয়। কাজীপুর ইউপি’র ৮ নং বেতবাড়ীয়া গ্রামের ইউপি সদস্য সাইদুর রহমান এর সার্বিক ব্যবস্থাপনায় বেতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা আওয়ামীলীগের নেতা ও বেতবাড়ীয়া গ্রামের কৃতি সন্তান রেজাউল হক মাষ্টার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন,গাংনী উপজেলা আওয়ামী মহিলা লীগের আহবায়ক ও মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকনের সহধর্মিনী লাইলা আরজুমান্দ বানু শিলা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামসুজ্জামান মঙ্গল, বামন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী ও বামন্দী ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল, ভবানীপুর গ্রামের আওয়ামীলীগ নেতা হাফিজুর রহমান, কাজীপুর গ্রামের আওয়ামীলীগ নেতা আব্দুল আলিম,নারীনেত্রী ফেরদৌসী খাতুন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে মানুষ তার জান ও মালের নিরাপত্তা পেয়েছে। দেশে সার্বিক উন্নয়ন হয়েছে। সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে নানা ভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ভাতা প্রদান করছেন। বিএনপি জামায়াত নৈরাজ্য সুষ্টি করে দেশকে একটি াকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চাই। তাই আমরা আগামী দ্বাদশ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আপনাদের সমর্থন চাই।
সভায় গাংনী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সভায় ২ শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।