উপজেলা রিসোর্স সেন্টার পরিদশনে পিটিআই সুপার


পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা রির্সোস সেন্টার প্রশিক্ষণ পরিদর্শন করেছেন পঞ্চগড় প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সিটিটিউট (পিটিটিআই) এর সুপার যুথিকা রানী দাস। মঙ্গলবার দুপুরে এ রিসোর্স সেন্টার পরিদর্শন করেন তিনি। পরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রাথমিক শিক্ষক নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ইনস্ট্রাক্টর ফজলুল হক, বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজের দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মাহবুব হাসান রাজু, আসাদুল্লাহ আজাদ, মোমিনা আক্তার, মিজানুর রহমান, নুরুজ্জামান প্রধান, নবীউল ইসলাম, দীপঙ্কর সাহা, প্রশান্ত কুমার সেন, নিয়ামুল হক প্রধান সহ শিক্ষক নেতারা।
পরে উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোর প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকদের ইংরেজি বিষয়ের উপর প্রশিক্ষণ অনুষ্ঠানে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন পঞ্চগড় পিটিটিআই সুপার। এসময় তিনি শিক্ষার্থীদের ইংরেজিতে ভাল দক্ষতা অর্জনে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের আরো জোরালোভাবে পাঠদানের বিষয়ে নানা পরামর্শ দেন তিনি।