ঢাকা, রবিবার, ২৬শে মার্চ ২০২৩ ইং | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

উপ-পরিচালক থেকে জেলা প্রশাসক হলেন পঞ্চগড়ের মেয়ে সুলতানা

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলার সন্তান হিসেবে পঞ্চগড় থেকে প্রথম মহিলা জেলা প্রশাসক (ডিসি) হিসেবে কুড়িগ্রামে দায়িত্ব পেলেন পঞ্চগড়ের কন্যা সুলতারা পারভীন। এতে পরিবার সহ গর্বিত পঞ্চগড় জেলা বাসী। রোববার (২৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমানের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপণে এই আদেশ জারী হয়। সুলতানা পারভীন ২০ তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে লক্ষীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। এর আগে তিনি লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৭৩ সালে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জিয়াবাড়ি সরদার পাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন সুলতানা পারভীন। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ও মা গুলেছা আক্তার বানু‘র সপ্তম সন্তান সুলতানা।  শিক্ষা জীবন শুরু করেন পঞ্চগড়ের হাফিজাবাদ ইউনিয়নের সরদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক, পঞ্চগড় সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে দর্শন বিভাগে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। জানা যায়, তিনি দুই সন্তানের জননী। সুলতানা পারভীনের দুই মেয়ে জয়পুরহাট মহিলা ক্যাডেট স্কুল এন্ড কলেজের ছাত্রী এবং স্বামী একজন সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা

You must be Logged in to post comment.

মাদারীপুরে মুক্তিযোদ্ধাদের সম্মাননা     |     লালমনিরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ পালিত     |     সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     গাংনীতে বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |     ফুলবাড়ীতে মাদকাসক্ত ছে‌লে‌কে ভ্রাম্যমান আদাল‌তে দি‌লেন মা     |     আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন     |     মহান স্বাধীনতা দিবসে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের সংবর্ধনা প্রদান     |     ফুলবাড়ীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |     ঘাটাইলে স্বাধীনতা দিবস উদযাপিত     |