ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

একই জমিতে দুই ফসল,  লাভবান হচ্ছে কৃষক

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুর ফুলবাড়ীতে সাথী ফসলের চাষাবাদে ব্যাপক হারে বাড়ছে। বর্তমানে একই জমিতে দুই  ধরনের ফসল চাষ করা হচ্ছে ,এতে বাড়তি আয়ে ,লাভবাব হচ্ছে কৃষকরা।

জানাগেছে,এ উপজেলার  কৃষকরা আগে ফসলি জমিতে শুধু ধান চাষ করতেন। তাতে খুব একটা লাভ হতো না তাদের। এখন তারা ধানের পাশাপাশি জমিতে চাষ করছেন সাথী ফসল। সাফলতাও পাচ্ছেন। ফলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে একই জমিতে একাধিক ফসল চাষ।

সরেজমিনে উপজেলার আলাদীপুর ইউনিয়নের বারাইহাট এলাকা ঘুরে দেখা গেছে, বেশ কিছু জমিতে সাথী ফসল হিসেবে লাগানো হয়েছে দুই রকমের ফসল। এর মধ্যে সারি সারি আঁখের  ফাকে ফাঁকে বাঁধাকপি,আম বাগানের ফাঁকে হলুদ শরিষা উকি দিচ্ছে,কেউ আবার আখের ফাঁকে ফাঁকে লাগিয়েছেন আলু,লালশাক,পালংশাক সহ নানা ধরনের শাক-সবজি।

কথা হয় উপজেলার আলাদীপুর ইউনিয়নের বারাইহাট এলাকার কৃষক মোজাফ্ফর হোসেন এর সাথে, তিনি জানান ,নিজের জমি নেই তাই অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করেন তিনি । আগে  শুধু ধান চাষ করতেন। তাতে খুব একটা লাভ হতো না।

 এ বছর তিনি এক বিঘা জমিতে সাথী ফসল হিসেবে প্রথমে সাড়ে ৫হাজার টাকা খরচ করে আঁখ লাগানোর পরে, আখের ফাঁকে ফাঁকে আলু চাষ করেছিলেন। সব মিলিয়ে আলুতে খরচ হয়েছিল ১৩ হাজার টাকা, বিক্রি হয়েছে ২৫ হাজারে। যেহুত আঁখ চাষে ৭-৮মাস সময় লাগে তাই একই জমি কাজে লাগিাতে আলু তোলার পর, আখের ফাঁকে ফাঁকে লাল শাক ও পালং শাক বুনেছেন।

তিনি বলেন, বর্তমানে লালশাক তুলে বিক্রি শুরু করেছেন । এখন আখের বয়স ১মাস,এই আখ তোলার পর ১লক্ষ টাকায় বিক্রি হবে। তাতে করে তার বাড়তি আয় হচ্ছে,এতে  লাভবান হচ্ছেন তিনি । তিন বছর ধরে তিনি এভাবেই চাষাবাদ করছেন। তার দেখাদেখি একই এলাকার অমুল্য,বিকাশ,ধলু,মেহেদী সহ অন্য কৃষকরাও সাথী ফসল হিসেবে একই জমিতে দুই ফসল চাষাবাদ করে লাভবান হচ্ছেন।

কৃষক মেহেদী জানায়,তার সাড়ে তিন বিঘা জমিতে আম্রপালি ও হাড়ীভাংগা জাতের দুইশত গাছের বাগান রয়েছে। এই আম গাছের ফাঁকে জায়গা গুলো সারা বছর পড়ে থাকতো। এবার তিনি এর ফাঁকে ফাঁকে শরিষা চাষাবাদ করেছেন। এতে শরিষা তুলে বিক্রি করবেন,পাশাপাশি আমও হবে। তাতে বাড়তি আয় হবে তার। তার মতো স্থানীয় অনেকেই আলুর সঙ্গে ভুট্টা চাষ করছেন। আবার অনেকে সাথী ফসল হিসেবে রাখছেন অন্যান্য সবজি,এতে তারাও বাড়তি আয় করতে পারছে।

উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোছাম্মৎ রুম্মান আক্তার বলেন, ফসলি জমিকে দুই ফসলি করতে কৃষকদের উদ্ববুদ্ধ করা হচ্ছে। তাছাড়া সাথী ফসল চাষাবাদের প্রতি কৃষকদের আগ্রহও অনেক। দিনদিন এই এলাকার কৃষকদের সাথী ফসলে আগ্রহ বাড়ছে,এটি খুবই লাভ জনক।

তিনি বলেন, বর্তমানে সারা বিশ্বে যে অর্থনৈতিক মন্দাভাব ,তা থেকে রেহাই পেতে হলে আমাদের খাদ্যে স্বয়ংসম্পন্ন হতে হবে। আমদানী নির্ভর না হয়ে, উৎপাদন বাড়াতে হবে। তাই প্রধান মন্ত্রীর নিদেশ মোতাবেক কৃষি খাতকে উন্নয়নমুখী ও লাভজনক করতে  কাজ করা হচ্ছে। তারই ধারাবাহিকতা এই সাথী ফসল চাষ। সাথী ফসল হিসেবে প্রাধান্য পাচ্ছে সবজি।

You must be Logged in to post comment.

গাংনীর ধানখোলায় বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শ্যামপুর ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে মহিষাখেলা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন     |     মেহেরপুরে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা     |     ঠাকুরগাঁওয়ে সরকারি আশ্রয়ণে প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন পালন      |     হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগের প্রত্যাশা দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পাবেন খন্দকার মশিউজ্জামান রোমেল     |     মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |