ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

একটি বটগাছ, কয়েকটি সড়ক দুর্ঘটনার কারণ

মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বালিয়াডাঙ্গী-লাহিড়ী যাতায়াতের রাস্তার পশ্চিম পার্শ্বের একটি বটগাছ পথচারীদের গলার কাটা হয়ে দাড়িয়েছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন বাস, ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন এবং এলাকার প্রায় ৫-৭ হাজার পথচারী চলাচল করে। গাছটি পারাপারের সময় গত ২ বছরে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। 
এলাকার সাধারণ মানুষ, জনপ্রতিনিধি ও পথচারীরা গাছটি কটার জন্য বহুবার বিভিন্ন দপ্তরে মৌখিক ভাবে জানালেও কোন ফল পায়নি। তবে গাছটি কাটার বিষয়টি নিয়েও ইতিমধ্যে উপজেলা মাসিক সমন্বয় সভা, উন্নয়নমূলক সভা এবং সর্বশেষ গত বুধবার (১৮ এপ্রিল) সর্বশেষ জেলা প্রশাসকের সাথে মত বিনিময় সভায় ব্যাপক আলোচনা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত গাছটি কাটার বিষয়ে কোন সিদ্ধান্ত গৃহিত হয়নি।  বালিয়াডাঙ্গী

উপজেলার ঐতিহ্যবাহী লাহিড়ী হাট থেকে পাট ক্রয় করে ঠাকুরগাঁও উদ্দেশ্যে যাওয়ার সময় গত বছরের ০৪ এপ্রিল এবং ১০ সেপ্টেম্বর পাট বোঝাই ট্রাক বট গাছের সাথে ধাক্কা খেয়ে পার্শ্বের ড্রেনের উপর উল্টে যায়। এতে দুবারেই ড্রাইভার আহত হয় এবং আংশিক পাট ড্রেনের নোংরা পানতে নষ্ট হয়। কয়েকদিন পূর্বে একই ভাবে গাছটি পারাপারের সময় ধাক্কা লেগে একটি পাওয়ার ট্রলি উল্টে গেলে পেছন থাকা মিস্ত্রিপাড়া গ্রামের এক মোটরসাইকেল চালকের পা ভেঙ্গে যায়।

৪ এপ্রিল ২০১৭ সালে পাট ভর্তি ট্রাক উল্টে যাওয়ার ঘটনা দেখে বালিয়াডাঙ্গী বনিক সমিতির সভাপতি ও ৮নং বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আলহাজ্ব আকরাম আলী, বালিয়াডাঙ্গী উপজেলা নিবার্হী অফিসার আ: মান্নানের বরাবরে গাছটির ডাল কর্তনের ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেন। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার আ: মান্নান সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের নিকট ২১ জুন ২০১৭ তারিখে গাছের ডাল কর্তনের প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের একটি পত্র প্রেরণ করেন। কিন্তু সেই আবেদন করার পর দীর্ঘ ০৯টি মাস অতিবাহিত হলেও কোন সুফল পায়নি এলাকার সাধারণ মানুষ, জনপ্রতিনিধি এবং পথচারীরা।

১৮ এপ্রিল বুধবার জেলা প্রশাসকের সাথে মত বিনিময় সভায় বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ম্হোাম্মদ আলী জানান, এ গাছটির বিষয়ে একাধীকবার আলোচনা হয়েছে। উপজেলা উন্নয়ন সভায় আলোচনান্তে রেজুলেশনও হয়েছে। এতে কোন কাজ হয়নি। আর কত দুর্ঘটনা ঘটলে সিদ্ধান্ত নেবেন প্রশাসন।

জেলা প্রশাসক মো. আখতারুজ্জামান বলেন, এগাছটির ব্যপারে স্থানীয়ভাবে উপজেলা পরিষদ রেজুলেশনের মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারে। আবারো কোন সড়ক দুর্ঘটনা ঘটার আগেই সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি।

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |