একুশে গ্রন্থমেলায় তরুণ লেখক ও কলামিস্ট শাহ জালাল জোনাকের পদার্থ বিজ্ঞানের মজার প্রশ্ন ও উত্তর বইটির মোড়ক উম্মোচিত


নিউজ ডেক্স : জনপ্রিয় তরুণ লেখক ও কলামিস্ট শাহজালাল জোনাক সম্পদিত পদার্থ বিজ্ঞানের মজার প্রশ্ন ও উত্তর বইটি প্রকাশিত হয়েছে। বইটি একুশে গ্রন্থমেলার তাম্রলিপির ১২ নং প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে। পর্দার্থ বিজ্ঞানের ছাত্র ছাত্রদীর সহযোগী এই বইটি ইতিমধ্যে ব্যপক সাড়া জাগিয়েছে। যারা পদার্থ বিজ্ঞানের ছাত্র ও বিজ্ঞান নিয়ে গবেষনা করতে চাচ্ছেন তাদের জন্য বইটি খুবই সহায়ক। এছাড়াও শাহজালাল জোনাকের সম্পাদিক প্রিয় বাবা বইটি একই প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে।