একুশ আসে একুশ যায়,পঞ্চগড়ের ভাষা সৈনিক সুলতানকে করেনা কেউ স্মরণ


মোঃ মোফাজ্জল হোসেন বিপুল, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : ফেব্রুয়ারী মাস আমাদের মার্তৃভাষা আন্দোলনের মাস। একুশ আসে, ৮ই ফাল্গুনও চলে যায়। বার বার বাঙ্গালী চেতনায় ফিরে আসে একুশ। স্মরণ করা হয় আমাদের ভাষা শহীদদের, আলোচিত হয় ভাষা শহীদদের গল্পগাঁথা। বায়ান্নর এই দিনটি ৬৬ তে পা রাখলো কিন্তু আর কেউ স্বরণ করেনা পঞ্চগড়ের বোদা উপজেলার ভাষা সৈনিক মোহাম্মদ সুলতানকে। দেশের বুদ্ধিজীবিদের আলোচনার কোথায় আজ ঠাঁই পায়না ভাষা সৈনিক মোহাম্মদ সুলতান । তাঁর জন্ম কিংবা মৃত্যুর দিনটিতে স্বরণ করেনা কেউ এই নিভৃত্বচারীকে। একশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে আজ স্বীকৃত। পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাঝগ্রামে ক্ষণ জন্মা বিল্পবী পুরুষ ভাষা সৈনিক মোহাম্মদ সুলতান ১৯২৬ সালে ২৪ ডিসেম্বর জন্ম গ্রহন করেন। তাঁর পিতা সমসের আলী ছিলেন বৃটিশ আমলের পুলিশ বিভাগের অফিসার(ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ) মাতা গুলজান নেছা। তাঁর বাল্য শিক্ষা শুরু হয় নীলফামারী শহরে। তিনি ১৯৪২ সালে যশোর জেলা স্কুল থেকে ম্যাট্রিক এবং ১৯৪৬ সালে রাজশাহী সরকারী কলেজ থেকে আই,এ পাশ করেন। ১৯৫৩ সালে মোহম্মদ সুলতান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। কৈশরেই ভারত ছাড় বৃটিশ বিরোধী আন্দোলনে তিনি প্রথম আকৃষ্ট হন। ১৯৪৬ সালে তিনি পাকিস্তান আন্দোলনে জড়িয়ে পড়েন। পরবর্তীকালে ১৯৪৮ সালে রাজশাহীতে তিনি ভাষা আন্দোলন ও ছাত্র আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৫১ সালে যুবক যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক নিযুক্ত হন।
১৯৫২ সালে ২০ ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের পুকুর পাড়ে রাত ১টায় যে ১১জন ছাত্রনেতা ১৪৪ ধারা ভঙ্গের সিদ্ধান্ত নিয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন ভাষা সৈনিক মোহাম্মদ সুলতান। পুলিশ কর্মকর্তা বাবার ঘরে জন্ম নিলেও আজীবন তিনি ছিলেন প্রগতিশীল আন্দোলনের সাথে যুক্ত। বন্ধুবৎসল নির্লোভ আত্মো নিবেদিত প্রাণ। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে অন্যতম সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম কালো পতাকা উত্তোলণকারী ছাত্র মোহাম্মদ সুলতান বিপ্লবী চেতনা ও দেশাত্ববোধের পরিচয় মেলে এর পরেও রয়েছে তার অনেক বর্ণিল কর্মকান্ড। সর্বদলীয় রাষ্ট্র ভাষা কর্ম পরিষদ ১৯৫২ সালে ১৪৪ ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত নেওয়া সেদিনের সেই চরম সিদ্ধান্তটি যদি না নেওয়া হত তাহলে আজকের ইতিহাস হয়ত বা অন্যরকম হতে পারতো। বাংলাদেশসহ সারা বিশ্বে ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস হিসেবে পালিত হলেও মোহম্মদ সুলতান ভাষা সৈনিক হিসেবে আজও স্বীকৃতি পায়নি। তার সে সময়ের আন্দোলনের সাথী যারা জীবিতি আছেন তারাও আর মোহম্মদ সুলতানকে নিয়ে আলোচনা কিংবা তাদের লেখনিতে তুলে ধরেননা। পাঠ্য পুস্তকগুলোতেও ভাষা সৈনিকেদের তেমন পরিচিতিও তুলে ধরা হয়নি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে। তাই আজ নতুন প্রজন্ম ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস থেকে কিছুটা হলেও বঞ্চিত হচ্ছেনা সেকথা বলা যাবেনা।
ভাষা সৈনিক মোহম্মদ সুলতানের ঘটনাবহুল সংগ্রামী জীবন অনেক দীর্ঘ। ১৯৫২ সালের শেষের দিকে তিনি ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি নিযুক্ত হন। ১৯৫৭ সালে মোহম্মদ সুলতান ন্যাপ প্রাদেশিক কমিটির ভারপ্রাপ্ত যুগ্ন সম্পাদক নিযুক্ত হন। ১৯৬৭ সালে ন্যাপ বিভক্তির পর তিনি মাওলানা ভাষানীর নের্তৃত্বে পরিচালিত ন্যাপের প্রাদেশিক কমিটির ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন। রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলনের বিষয়েও তিনি ছিলেন সজাগ। ১৯৫৩ সালে মার্চ মাসে কবি হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় ভাষা আন্দোলনের উপর ঐতিহাসিক সংকলন “একুশে ফেব্রুয়ারী” সংখ্যা প্রকাশ করেন। এমএ আকতার মুকুলের অংশিদারিত্বে তিনি ‘পুঁথিপত্র’ নামের পুস্তক বিক্রয় কেন্দ্র প্রতিষ্ঠা করেন। রাজনৈতিক কারণে মোহাম্মদ সুলতান ১৯৫৪ সালে গ্রেফতার হয়ে এক বছর বিনা বিচারে কারাভোগ করেন। ১৯৫৮ সালে সামরিক শাসন জারী হওয়ার সঙ্গে সঙ্গে মোহম্মদ সুলতান আবারও গ্রেফতার হয়ে চার বছর কারা ভোগ করেন। মোহম্মদ সুলতান বাংলাদেশ পুস্তক প্রকাশক সমিতির সহ-সভাপতি ও বাংলা একাডেমির আজীবন সদস্য। গণকল্যাণের জন্য তিনি ছিলেন নিবেদিত এক প্রাণপুরুষ। ১৯৮৩ সালের ৩১ ডিসেম্বর মহৎপ্রাণ এই মানুষটির প্রস্থান ঘটে অনেকটা নিরবে নিভৃত্বে ঢাকা মেডিকেল হাসপাতালের করিডরে। দুঃখ জনক হলেও সত্য তার নিজ গ্রাম বোদাতেও কখনো আলোচনা বা সেমিনারে মোহম্মদ সুলতানের জীবনালেখ্য তুলেধরা হয়নি এ জেলার মানুষের কাছে। দায়সারা ভাবে বোদা-মাড়েয়া সড়কের নাম ২০১০ সালে উপজেলা পরিষদ থেকে তার নামে নামকরণ করা হলেও শুধুমাত্র নাম ফলকের মাঝেই সীমাবদ্ধ রয়েছে। উপজেলাবাসীর অনেকেই বলতে পারেনা ওই সড়কের নাম ভাষা সৈনিক মোহাম্মদ সুলতান সড়ক। প্রচার প্রচারনা না থাকায় সেটিও অবহেলায় মুছে যেতে বসেছে মানুষের মন থেকে। তাঁর মৃত্যুর ২৯ বছর পর পঞ্চগড় জলো প্রশাসনের উদ্যোগে তাঁকে মরণোত্তর সম্মাননা দেয়া হয়। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় রোভার মুট ও কমেডেকা প্রদর্শনী পল্লীর নাম করণ ভাষা সৈনিক মোহাম্মদ সুলতানের নামে করা হয়েছে। এছাড়া গত তিন বছর ধরে জেলা প্রশাসনের উদ্যোগে তাঁর নামে বই মেলার আয়োজন করে আসছে। অসাম্প্রদায়িক, নির্লোভ, নিরাসক্ত, নির্মোহ,সর্বজন শ্রদ্ধেয়,বর্ণাঢ্য জীবনের অধিকারী এক অসাধারণ ব্যক্তিত্ব ও নিবেদিত প্রাণ, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াবার প্রত্যয়ে দীপ্ত আপোষহীন বিপ্লবী মোহাম্মদ সুলতান আজও বেঁচে আছেন মানুষের হৃদয়ে। বাঙ্গালী তধা গণমানুষের ইতিহাসে তাঁর নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে উজ্জল নক্ষত্রের মতো ।