ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

এক চড়ের দাম দুই লাখ

বোদা(পঞ্চগড়) প্রতিনিধিঃ-চড় মেরে দুই লাখ টাকা জরিমানা দিলেন এক শিক্ষক। আলোচিত এই ঘটনাটি বোদা উপজেলার মাঝগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।
ঘটনার বিবরনে জানা যায়,গত বৃহস্পতিবার স্কুল চলাকালে ঔই বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক মাহবুব রহমান ও পারভীন বেগমের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাহবুব রহমান পারভীন বেগমের গালে চড় বসিয়ে দেন। এই ঘটনায় কয়েকদিন ধরে প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের বাইরে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। সম্প্রতি এই ঝড় থামাতে নানা কৌশল নেন শিক্ষক মাহাবুব। নিজেকে অসুস্থতা প্রমান করতে মেডিকেল সার্টিফিকেট নেন ডাক্তারের কাছে। এতেই যখন থামানো যাচ্ছেনা তখন পারভীন বেগমের সাথে আপোষ মিমাংসায় বসেন মাহাবুব ও তাঁর পরিবার। গত সোমবার দুই পরিবারের লোকজন,বোদা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী মহব্বত,চন্দনবাড়ি ইউনিয়নের সদস্য জুয়েল,মোস্তফা ও মাঝগ্রাম থেকে নির্বাচিত ইউপি সদস্য রাজিউল ইসলামের উপস্থিতিতে ২ লাখ টাকায় আপোষ মিমাংসা করেন।
বৈঠকে থাকা ইউপি সদস্য রাজিউল ইসলাম জানান,আমি ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় ওয়ার্ডের মেম্বার। কয়েকদিন ধরে এই বিষয় নিয়ে এলাকায় নানা কথা বলাবলি হচ্ছিল। গতকাল(মঙ্গলবার) স্কুলে ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত হয় এটির নিঃস্পতি বিষয়ে। রাতে এক স্থানে উভয় পক্ষ বসলে সেখানে আমিও উপস্থিত থাকি। আপোষ মিমাংসায় ২ লাখ টাকায় রফা হয়।
বৈঠকে থাকা সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী মহব্বত জানান,এলাকা ও প্রতিষ্ঠানের মান সন্মানের কথা ভেবে দু পক্ষের মধ্যে সমঝোতা করি। তবে এ রকম ঘটনা করা ঠিক হয়নি।
স্থানীয় বাসিন্দা মানিক ও আবু জানান,এই দু শিক্ষক নিয়ে এলাকায় মানুষ নানা রকম কথা বলাবলি করেন। ঘটনার দিন আমাদের বাসা ও আশপাশের লোকজন দুজনের গালিগালাজ ও হাতাহাতির ঘটনা প্রত্যক্ষ করেন। তবে প্রতিষ্ঠানের স্বার্থে এদের এই প্রতিষ্ঠানে না রাখায় ভালো।
নাম প্রকাশে উক্ত বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান,ঘটনার বিষয়টি আপনারা যা শুনেছেন তা পুরোটাই সত্য। এ বিষয়ে আমরা সবায় সাক্ষ্য দেই।
উপরোক্ত পারভীন বেগম জানান,যে টাকায় আমার সাথে রফা হয় সেটি আমার পাওনা টাকা। তবে সে দিনের ঘটনায় মাহবুব আমার কাছে সবার সামনে ক্ষমা চান। সেকারণে আর কোথাও অভিযোগ করি নাই।
শিক্ষক মাহবুবকে ফোন করা হলে,তাঁর ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসগর আলী হারুন জানান,ঘটনাটি শুনার পরেই ম্যানেজিং কমিটিকে নিয়ে আলোচনা করা হয়। তবে তাঁরা দু জনেই মিমাংসার জন্য সময় চান। আজ(বুধবার)স্কুলে গিয়ে শুনছি তাঁরা বিষয়টি সমাধান করেন। তবে তিনি বিদ্যালয়ে পক্ষ হতে শিক্ষকদের বিষয়ে এখনও কোন ব্যবস্থা গ্রহন করেননি তিনি। তবে ম্যানেজিং যেভাবে আমাকে যেভাবে সিদ্ধান্ত প্রদান করবেন। সেভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.শাহজাহান আলী মন্ডল জানান,বিষয়টি শুনার পরে আমি প্রতিষ্ঠান প্রধানকে অবগত করি। এছাড়া আমাকে অভিযোগ দিলে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করবো

রাশেদুজ্জামান বাবু বিশেষ প্রতিবেদন

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |