এবারই প্রথম বিজ্ঞাপনচিত্রে নোবেল-পূর্ণিমা


বিনোদন: এর আগে নির্মাতা রায়হান খানের নির্দেশনায় হুমায়ূন আহমেদের গল্প নিয়ে ‘যদি ভালো না লাগে তো দিওনা মন’ টেলিছবিতে এবং ‘যখন সময় থমকে দাঁড়ায়’ নাটকে একসঙ্গে কাজ করেন নোবেল ও পূর্ণিমা। তবে বিজ্ঞাপনচিত্রে প্রথমবার এবার এই দুই তারকাকে দর্শকরা ছোট পর্দায় দেখতে পাবেন। নোবেল গতকাল জানান, এখন বেশি কথা বলতে পারবো না। কারণ শুটিং এখনো শেষ হয়নি। এটুকু বলতে চাই আমি ও পূর্ণিমা এর আগে টিভি নাটকে কাজ করলেও প্রথমবার বিজ্ঞাপনচিত্রে কাজ করছি। আশা করি, দর্শকরা এটি পছন্দ করবেন।
পূর্ণিমা বলেন, নোবেল ভাইয়ের সঙ্গে কাজ করতে সবসময়ই ভালো লাগে আমার। উত্তরার জমজম টাওয়ার শপিং মলের বিজ্ঞাপনচিত্রে আমি ও নোবেল ভাই কাজ করছি। ভালোভাবেই কাজটি এগিয়ে চলছে। নোবেল ও পূর্ণিমার নতুন এই বিজ্ঞাপনচিত্রটির দৃশ্যধারণের কাজ চলছে উত্তরায়। এটি নির্দেশনা দিচ্ছেন রানা মাসুদ।