ঢাকা, শনিবার, ১লা এপ্রিল ২০২৩ ইং | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

এলাকাজুড়ে উত্তেজনা : আইনশৃংখলা ভঙ্গের আশংকা, চট্টগ্রামে বায়নাকরীকে অন্ধকারে রেখে ভূমির নামজারী

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ভূমির বায়নাকারীকে অন্ধকারে রেখে নামজারী করার অভিযোগ রয়েছে। মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে এক ব্যক্তির সাথে জমি বিক্রির বায়না করে সেই জমি নিয়ে বিবাদ তৈরী করে বিক্রেতা। এ নিয়ে পক্ষদ্বয়ের মামলা চলার কারনে সেখানে আদালত নিষেধাজ্ঞা ও স্থিতবস্থার নির্দেশ জারি করে। কিন্তু বিক্রেতা কৌশলে উক্ত স্থিতি অবস্থায় বায়নাকৃত ব্যক্তির সাথে প্রতারণা করে অপর ব্যক্তির কাছে জমি বিক্রি ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নামজারি করে এমনটি অভিযোগে রয়েছে। এর প্রেক্ষিতে পুরো গ্রাম জুড়ে উত্তেজনা বিরাজ করছিল বলে জানা যায়। এমতাবস্থায় এলাকাবাসী এ নিয়ে আইন শৃংখলা ভংঙ্গের আশংকা করছে।
স্থানীয় জোরারগঞ্জ ইউপি চেয়ারম্যান মকছুদ আহমদ চৌধুরী জানান, গোপীনাথপুর গ্রামে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বিএস ২৬৪২ ও ২৬৪৩ দাগে বসতভিটা এবং পুকুরসহ দুই দাগে ১৩.৬৬ শতক জমি নিয়ে উক্ত বিবাদ ও উত্তেজনা। তিনি এই বিষয়ে আইনশৃংখলা রক্ষায় উভয় পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান। গ্রামের স্থানীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জয় কুমার দাস বলেন, আমরা জানি উক্ত জমি রাজেন্দ্র কুমার থেকে এহতেশামুল হক সাজু, ইকবাল, রাজু ও আরজুরা বায়না করার পর রেজিষ্ট্রি করার কথা ছিল। কিন্তু ইতিমধ্যে দুপক্ষের বিবাদের কারনে চট্টগ্রামের জেলা যুগ্ম জর্জ রহমত আলী এই জমিতে মামলা নিস্পত্তি হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা ও সকল পর্যায়ে স্থিতি অবস্থার নির্দেশ প্রদান করেন।

You must be Logged in to post comment.

গাংনীা রামনগর গ্রামে রাস্তায় বেড়া দেয়ায় অসহায় পরিবার গৃহবন্ধী     |     ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মানববন্ধন      |     ঝিকরগাছা বিএম হাইস্কুলে বন্ধের সময়ও চলেছে রমরমা কোচিং বাণিজ্য     |     ঝিকরগাছার ইভটিজিংয়ের শিকার অনি রায়ের পরিবারের পাশে গিলবার্ট নির্মল বিশ্বাস     |     ফুলবাড়ী‌তে ইসলামী ব্যাংকিং শীর্ষক আ‌লোচনা ও ইফতার মাহ‌ফিল     |     সুন্দরগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তাকে হেনস্থা     |     গাংনীতে বিভিন্ন ইউনিয়নে ‘বীর নিবাস’ পরিদর্শন করলেন ইউএনও সাজিয়া সিদ্দিকা সেতু     |     বৈকালিন স্বাস্থ্য সেবার প্রথম দিনে ফুলবাড়ীতে সেবা নিল একজন রোগী।     |     মুজিবনগরে ছেলের শোকে মায়ের আত্মহত্যা     |     বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী     |