ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

এ সময়ে ন্যান্সি

বিনোদন ডেস্ক: বর্তমানে স্টেজ শো ও টিভি প্রোগ্রাম নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানের বড় শোগুলোতে অংশ নিয়েছেন তিনি। এর পাশাপাশি নতুন গানের কাজেও মনোযোগী হয়েছেন এ জনপ্রিয় সংগীত তারকা। সর্বশেষ তার গাওয়া ‘কি করে যে বলি তোকে মন কত চায়রে’- এমন কথার গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পায়। গানটি হাবিব ওয়াহিদের সঙ্গে দ্বৈতকণ্ঠে গান ন্যান্সি। গত এক মাসে বেশ কয়েকটি চলচ্চিত্রের নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি।এর মধ্যে হাসিবুর রেজা কল্লোল পরিচালিত নতুন একটি ছবিতেও গেয়েছেন। গানটির কথা-সুর রচনা করেছেন লুৎফর হাসান। এর বাইরেও আরো দু-তিনটি ছবিতে গেয়েছেন ন্যান্সি। আর পহেলা বৈশাখের বেশ কিছু গান নিয়ে গত কয়েকদিন ব্যস্ত ছিলেন তিনি। তবে খুব বেশি সংখ্যক গানে পহেলা বৈশাখে পাওয়া যাবে না এ সংগীত তারকাকে। কেবল কয়েকটি একক ও দ্বৈতগান করেছেন বিভিন্ন সুরকারদের সুরে। এ গানগুলো নিয়ে ন্যান্সি বলেন, বৈশাখ উপলক্ষে বেশ কয়েকটি গানে কণ্ঠ দিয়েছি। এ গানগুলো ভালো হয়েছে। খুব শিগগিরই হয়তো বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে গানগুলো প্রকাশ হবে। এদিকে এ গানের বাইরেও নিজের নতুন একক অ্যালবামের কাজও শুরুর কথা রয়েছে সাউন্ডটেকের ব্যানারে। ন্যান্সির এ নতুন এককের গানগুলোর কথা লিখছেন আহমেদ রিজভী। খুব শিগগিরই এর কাজ শুরু হবে বলে জানা গেছে।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |