ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতি সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতি সভা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল হায়াৎ মো. রহমতুল্লাহ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, মুক্তিযোদ্ধা তোরিকুল ইসলাম, স্বাধীন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মো. এনামুল হক তুফান, সমাজ সেবক মবিন উদ দৌলাসহ অন্যরা। এসময় আগামী ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। উল্লেখ্যযোগ্য, ১৭ এপ্রিল সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পূর্ব দক্ষিণ কোণে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃত, বেলা ২টায় গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা বিষয়ক রচনা প্রতিযোগিতা, সন্ধ্যা ৬টায় নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার চত্বরে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা বিষয়ক প্রামান্য চিত্র প্রদর্শন, পৌনে ৭টায় একই স্থানে “ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা, সুবিধাজনক স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সুবিধাজনক ইউনিয়ন ডিজিটাল সেন্টার, উম্মুক্ত স্থান ও প্রেক্ষাগৃহে মুক্তিযোদ্ধা বিষয়ক প্রামান্য চিত্র প্রদর্শন করা। সুষ্ঠুভাবে পালন করতে সকলের সহযোগিতা কামনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল হায়াৎ মো. রহমতুল্লাহ।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |