ঐতিহাসিক ৬ দফা দিবস পালন উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সমাবেশ


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি :ঐতিহাসিক ৬ দফা দিবস পালন উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছ্।ে
বৃহস্পতিবার বিকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় অন্যদের মধ্যে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড, আব্দুস সালাম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক, যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড, ইব্যাহীম শাহীন,মেহেরপুর পৌর আওয়ামীলীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোমিনুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাশেমসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সভাপতি মাহাবুব আলম শান্তি, সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, জেলা মহিলা যুবলীগের সভাপতি সামিউন বাসিরা পলি, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন প্রমুখ। অন্যদিকে গাংনী উপজেলা ও পৌর এবং ডিগ্রী কলেজ ছাত্রলীগের উদ্যোগে আনন্দ র্যালি করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।