কমলনগরে জেলেদের কার্ডের মাধ্যমে চাউল বিতরণে অনিয়মের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে


লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃসরকারের মা ইলিশ রক্ষা কর্মসূচীর মাধ্যমে জেলেদের কার্ড বিতরনে ব্যাপক অনিয়ম ও চাউল বিতরণে দূনীতির অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ২নং সাহেবেরহাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল খায়েরের বিরুদ্ধে। খোঁজ নিয়ে জানা যায়, বর্তমান সময়ে চলমান অভিযানকে সফল করতে জেলে নিবন্ধন কার্ডধারী ১৪৭৮জন জেলেকে ৪ দফায় ৪০ কেজি করে চাউল বিতরণের আওতায় নিয়ে আসে সরকার। সম্পূর্ণ বিনা মূল্যে বিতরণের কথা থাকলেও প্রতিটি কার্ডের বিপরীতে মাথাপিছু আদায় করা হচ্ছে প্রায় ১৮০০ থেকে ২০০০ এমনকি ২৫০০ টাকা পর্যন্ত নিয়েছে চেয়ারম্যান। ঐ ইউনিয়নে তালিকাকৃত ৬ হাজার জেলের নিবন্ধন থাকলেও উপজেলা মৎস বিভাগ ১৪৭৮জনকে কার্ডধারী হিসাবে ঘোষণা দেন। কার্ডধারী সকল জেলেদের চাউল পাইয়ে দেওয়ার কথা বলে চেয়ারম্যানের ঘনিষ্ট সহচর তোফায়েল আহাম্মেদ প্রকাশ তোফা, মনির মাঝি, শাহাজান বারী, মজল কোম্পানীসহ একাধিক ব্যক্তিকে দিয়ে চেয়ারম্যান কৌশলে প্রত্যেক জেলের থেকে চাহিদা পরিমান টাকা লুপে নেয়।নুর ইসলাম নামক এক ব্যক্তি জানান, আমার পাশ্ববর্তী সফিকুল ইসলাম, আবদুল কাদের, তাজল ইসলাম তাজু, মুকিত, কালিমুল্লাহ, শহিদ, নিজাম উদ্দিন, আইয়ূব আলী, হাছান আলী মাঝিসহ প্রত্যেকের নিকট থেকে ১২০০ টাকা হারে আদায় করে চেয়ারম্যানের সহচর মজল কোম্পানী। আমি টাকা দিতে না পারায় আমার কার্ডটি ফেরৎ নিয়েছে সে। তাজল ইসলাম তাজু একজন ব্যবাসয়ী, জেলে নয় বলেও জানান সে। নাম প্রকাশ না করা শর্তে একাধিক ব্যক্তি জানান, ১৪৭৮জন জেলেকেই টাকা দিয়ে কার্ড ও চাউল নিতে হয়েছে। এছাড়াও নিবন্ধনকৃত ৬ হাজার জেলের মধ্যে ১৪৭৮জনের বাহিরে বাকী জেলেদের থেকে নেওয়া টাকা ফেরৎ না দিয়ে, তাদেরকে টোকনের মাধ্যমে কোন এক দফায় চাউল দিবে বলে কার্ড ফেরত দিয়েছে বলেও জানান তিনি। প্রতিবেদন প্রকাশের সুবিধার্থে এলাকায় গিয়ে গোপন ভাবে তথ্য সংগ্রহ কালে জানা যায়, নদী ভাঙা কবলিত দিন আনতে পান্তা পুরানো জেলেদের করুণ আর্তনাতের কথা। তারা জানান, জেলে কার্ডের জন্য চরম সুদে টাকা নিয়েও একটি মাত্র কার্ডের জন্য টাকা দেন তারা। তাদের মধ্যে অনেকেই পেয়েছেন, আবার অনেকে পাননি। এ যেন মরার উপর খাড়ার ঘাঁ। এছাড়া অনেকেই জেলে নয়, পরিবারের ৩-৪ সদস্য প্রবাসে অথচ সেও পায় জেলেদেরকে দেওয়া সরকারী চাউল।চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহচর জানান, মৎস অফিসার কিছু সময়ের জন্য আসলে মাপে ঠিক ছিল, কিন্তু তিনি চলে যাওয়ার পর ৩০-৩২ কেজি করে দিতে দায়িত্বশীলদের বলেন চেয়ারম্যানের নামে দশ কেজির বালতি দিয়ে আন্দাজারে উপর চাউল বিতরণ করেন বলেও জানায় সে। এদিকে ৩ এপ্রিল মঙ্গলবার চেয়ারম্যানের পরিষদ সংলগ্ন তিন বস্তা চাউলের সন্ধান মিললে, জৈনক ব্যক্তির অভিযোগে সেখানে হাজির হন মৎস কর্মকর্তা আবদুল কুদ্দুস। চাউল সহ অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে জানায় মুদি দোকান থেকে কিনেছে তারা। তাদের দেখানো দোকানদারকে জিজ্ঞাসা করলে সে বিক্রি করিনি বলে সাফ সাফ জানিয়ে দেয়। আটককৃত চাউল ইউনিয়ন পরিষদ থেকে গোপনে সরানো হয়ে বলে প্রমাণিত হয়। প্রথমে মৎস কর্মকর্তা হার্ড লাইনে থাকলেও মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তিনি বিষয়টি এড়িয়ে যান। উক্ত বিষয়ে জানতে চেয়ে একাধিক বার ফোন করলেও ফোন ধরেননি ঐ মৎস কর্মকর্তা আবদুল কুদ্দুস। অপর দিকে প্রভাবশালী দল আওয়ামীলীগের এক নেতা বলেন, বিএনপি থেকে ছিটকে এসে আওয়ামীলীগে যোগদেন চেয়ারম্যান আবুল খায়ের। নিজকে চালক ও দুরন্দর পরিচয় দিয়ে গড়ে তোলেন একের পর এক দূর্নীতির স্বর্গরাজ্য সংশ্লিষ্ট দপ্তরকে ম্যানেজ করে এগুতে থাকেন কৌশলে। ইউনিয়নটির অধিকাংশ নদী গর্ভে বিলিন হয়ে গেলেও পুরো নয়টি ওয়ার্ডের বরাদ্ধ পাচ্ছেন তিনি। নদী গর্ভে বিলিন হয়ে লোকজন অন্যত্র পাড়ি জমালেও ঐ সমস্ত লোকদের নামে এখনও বরাদ্ধ এনে নিজের ব্যাংক ব্যালেন্স করছে বলেও জানান তিনি। সরকারের দেওয়া সকল বরাদ্ধের সিংহভাগই নিজে ভোগ করছে, উপেক্ষিত থেকে যাচ্ছে অত্র ইউনিয়নের সাধারণ জনগণ। এতে ক্ষমতাশীন দল আওয়ামীলীগের দলীয় ইমেজ নষ্ট হচ্ছে বলেও জানান এই আওয়ামী নেতা। অভিযোগের বিষয়ে জানতে চেয়ে চেয়ারম্যানকে ফোন দিলে অত্যান্ত ম্যানেজ প্রবণ মস্তিকে কথা বলেন তিনি।অভিযোগের বিষয়ে বলেন, অভিযুক্ত বিক্রেতারা কার্ড পাবে কোথায়, তাদের বিরুদ্ধে লেখেন। তবে জেলে কার্ড বিক্রি করেননি বলেও জানায় তিনি। স্থানীয় সাংসদ আবদুল্যাহ আল মামুন (এমপি)’র সাথে বিষয়টি নিয়ে মুঠোফোনে আলাপ করতে চাইলে কথা বলা সম্ভব হয়নি।