ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর ২০২৩ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

কমিটি করতে গিয়ে হামলার শিকার রেলমন্ত্রীর ছেলে

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে ইউনিয়ন ছাত্রলীগের কাউন্সিল করতে গিয়ে হামলার শিকার হয়েছেন রেলপথমন্ত্রীর পুত্র ও যবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ। রোববার গভীর রাতে জেলার বোদা উপজেলার পাচপীর ইউনিয়নের বৈরাতি উচ্চ বিদ্যালয়ে  মাঠে এই হামলার ঘটনা ঘটে। এতে তার গাড়ির কাঁচ ভেঙ্গে দেওয়া হয়। পরে ব্যারিস্টার কৌশিক হামলার শিকার হয়েছে লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়ে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আহতরা হলেন বোদা পৌর এলাকার আব্দুল গাফফার (১৯), মোমিন (২০), মুন্না (২২), সুজন (২৭), মশিউর রহমান (২৪), সাম্য(২৫), হাবিবুর রহমান (২৩), মামুনুর রশিদ(২১), ফিরোজ আলম(২৫), সিফাত(২২), রিপন(২৭), সিফাত(১৮), মুসা (১৮), শামিম হোসেন  । তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরেছেন।
মুঠোফোনে মন্ত্রীপুত্র কৌশিক নাহিয়ান নাবিদ সাংবাদিকদের জানান বোদা উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবায়েত হুসেন সবুজ এবং সাধারন সম্পাদক আনজাম পিয়াল সহ ৪০ থেকে ৫০জন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী নিয়ে সংগঠনকে গতিশীল করার জন্য পাঁচপীর ইউনিয়ন ছাত্রলীগের কাউন্সিলে অতিথি হিসেবে গিয়েছিলাম। সেখানে প্রথম অধিবেশন শেষ করে দ্বিতীয় অধীবেশনে রাত ১২টার পর ইউনিয়ন আওয়ামীলীগ কে সাথে নিয়ে একটি সিদ্ধান্ত নেই যে আজ এখানে সভাপতি সাধারন সম্পাদকের নাম ঘোষনা করা যাবেনা। এ সময় আমরা যখন স্কুল থেকে বের হয়ে গাড়িতে উঠেছি ঠিক সে সময় পাঁচপীর ইউপি চেয়ারম্যান অজয় কুমার রায় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেন। এসময় যদি ছাত্রলীগ যুবলীগের কর্মীরা না থাকতো তাহলে আমি রক্ষা পেতাম না। আমাদের গাড়ির কাঁচ ভেঙ্গে ফেলা হয়। এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে আমার সাথে থাকা ১৫ থেকে ২০ জনকে আহত করেন।
বোদা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আনজাম পিয়াল জানান গেল রাতে পাচপীর ইউনিয়ন ছাত্রলীগের কাউন্সিলে আমাদের উপর হামলা হয়েছে । পরে ফিরে আসে বোদা  উপজেলা ছাত্র্র্র্র্র্র্র্রলীগ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে প্রশান্ত সেন এবং সাধারন সম্পাদক মতিউর রহমান মন্নার নাম ঘোষনা করা হয়। মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পাচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের  যুগ্ম সাধারন সম্পাদক অজয় কুমার জানান নাবিদ ভাইকে ভূল বুঝিয়ে হামলার ঘটনাকে আমার দিকে ইংগিত করা হচ্ছে। অথচ আমি হামলার সময় সেখানে উপস্থিত ছিলাম না। প্রথম অধিবেশনের পর আমি চলে এসেছিলাম কারন একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আমি কোন গোপন আলোচনায় থাকতে পারবোনা। তাছাড়াও নাবিদ ভাইয়ের জন্য ইউনিয়ন পরিষদে খাওয়ার আয়োজন করা হয়েছিল।
জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) রুনা লায়লা জানান রেলপথমন্ত্রীর পুত্রের উপর হামলার ঘটনাটি শুনেছি। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আবু সালেহ মো রায়হান প্রতিবেদন

You must be Logged in to post comment.

রুহিয়ায়  ইয়াবা সহ গ্ৰেফতার ১     |     মেহেরপুর-২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকনের সম্পদ বেড়েছে কয়েক গুন     |     মেহেরপুরে সরকারীভাবে ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন     |     ফুলবাড়ীতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন     |     গাংনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা     |     দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে। –নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।     |     ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।     |     পাঁচ বছরে রাঙ্গার নগদ অর্থ বেড়েছে ১৪ গুন     |     মেহেরপুরের রাজনগরে বিদ্যুৎস্পৃষ্টে বৈদ্যুতিক মিস্ত্রী নিহত     |