করতোয়া নদীতে নৌকা ডুবিতে নিহতদের স্মরণে বিশেষ প্রার্থনা স্মরণসভা ও আর্থিক সহযোগিতা প্রদান


পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীর আউলিয়ার ঘাট এলাকায় নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পাঁচপীর ইউনিয়নের মদনহার সৎসঙ্গ শাখা আশ্রমে জেলা সৎসঙ্গ শাখা এ বিশেষ প্রার্থনার আয়োজন করে।
পরে উপজেলার পাঁচপীর ইউনিয়নের মদনহার সৎসঙ্গ শাখা আশ্রম চত্বরে নিহতের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়। জেলা সৎসঙ্ গ শাখার সভাপতি প্রকৌশলী রনজিৎ কুমার বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার হেমায়েতপুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কেন্দ্রীয় সৎসঙ্গ আশ্রমের সাধারণ সম্পাদক শ্রী রঞ্জন কুমার সাহা।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সৎসঙ্গ শাখার সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র বর্মন, পাঁচপীর ইউনিয়নের চেয়ারম্যান অজয় কুমার রায়, জেলা সৎসঙ্গ শাখার সহ-সভাপতি ও মদনহার সৎসঙ্গ শাখা আশ্রমের সভাপতি জনার্দন চন্দ্র রায় প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সেদিন নৌকা ডুবিতে যারা প্রাণ হারিয়েছেন তারা সবাই স্বর্গবাসী হয়েছেন। তাদের মৃত্যুকে অপমৃত্যু বলা যাবেনা। তাদের আত্মার শান্তি কামণায় আজকের এই আয়োজন। আমরা সকলেই তাদের জন্য প্রার্থনা করছি। সারা দেশের মানুষ তাদের জন্য প্রার্থনা করেছে।
পরে নৌকা ডুবির ঘটনায় নিহত ৬৯টি জন ও নিখোঁজ ৩ জনের পরিবারের সদস্যদের হাতে পাবনার হেমায়েতপুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কেন্দ্রীয় সৎসঙ্গ আশ্রমের সহযোগিতায় ৫ হাজার টাকা, শাড়ি-ধুতি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী রঞ্জন কুমার সাহা।