করোনায় মৃতদের ৬ জনই ঢাকার


রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃতু হয়েছে। এই সময়ে সারা দেশে আরও ৩ জন করোনা রোগী মারা গেছেন।
শনিবার বেলা আড়াইটার দিকে অনলাইন ব্রিফিংয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এ তথ্য জানায়।
বুলেটিনে গত ২৪ ঘণ্টার সর্বশেষ তথ্য তুলে ধরেন জাতীয় রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরাজাদী সেব্রিনা ফ্রোরা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে মারা গেছেন নয় জন। এর মধ্যে ছয় জন ঢাকার বাসিন্দা। বাকি তিন জনের দুই জন নারায়ণগঞ্জের এবং অপরজন ঢাকার পার্শ্ববর্তী সাভারের। এ ছাড়া মৃতদের চার জনের বয়স ৬০ বছরের ঊর্ধ্বে।
সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় ২১১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৩০৬ জনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ২১৪৪ জন।
আইইডিসিআরের পরিচালক আরো জানান, ২৪ ঘণ্টার ব্যবধানে সুস্থ হয়েছেন আরো ৮ জন। এ নিয়ে মোট ৬৬ জন সুস্থ হলেন।
প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ