করোনায় বিশ্বব্যাপী মৃত্যু ৬৯ হাজার ছাড়ালো


থামানো যাচ্ছে না করোনা দাপট। উৎপত্তির তিনমাসে যাতে আক্রান্ত হয়েছে পৃথিবীর সাড়ে ১২ লাখের বেশি মানুষ। প্রাণ গেছে ৬৯ হাজারেরও বেশি জনের।
আজ সোমবার বাংলাদেশ সময় সকাল পর্যন্ত এ তথ্য দিয়েছে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্যমতে, গত শনিবার একদিনে লাখের বেশি মানুষ আক্রান্ত হলেও গত ২৪ ঘণ্টায় কিছুটা কমেছে। তারপরও এ সময়ে প্রাণ গেছে প্রায় ৭২ হাজার মানুষের। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২ লাখ ৭৩ হাজার ৭১১ জনে। অপরদিকে, প্রাণ গেছে আরও অন্তত সাড়ে ৪ হাজার মানুষের। যেখানে মৃতের সংখ্যা ৬৯ হাজার ৪৫৬ জনে ঠেকেছে।
যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। একদিনেই নিউইয়র্কে মারা গেছেন ৫৯৪ জন। রাজ্যটিতে প্রাণহানি হয়েছে প্রায় ৫ হাজার মানুষের, আক্রান্ত আরও ১ লাখ ২২ হাজার ৩১ জন। যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় ৬২১ জনের মৃত্যুর পর প্রাণহানি দাঁড়িয়েছে, ৪ হাজার ৯৩৪। আক্রান্ত ৪৭ হাজারের বেশি।
ইতালিতে দুই সপ্তাহের মধ্যে একদিনে মৃতের সংখ্যা সবচেয়ে কম, ৫২৫ জন। মৃতের সংখ্যা বেড়ে ১৫ হাজার ৮৮৭। স্পেনে মৃতের সংখ্যা বেড়ে ১২ হাজার ৪১৮। ইরানে ২৪ ঘণ্টায় মারা গেছে দেড় শতাধিক মানুষ। রাশিয়াতে মৃতের সংখ্যা বেড়ে ৪৫, একদিনে আক্রান্ত ৬৫৮ জন।
পাকিস্তানের লাহোরে গত মার্চের দ্বিতীয় সপ্তাহে হওয়া, তাবলীগ জামাতের সমাবেশে অংশ নেয়া ২০ হাজার মানুষকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। সমাবেশে যোগ দেয়া আরও লক্ষাধিক মানুষকে সনাক্তের চেষ্টা করছে কর্তৃপক্ষ।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮২ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। যদিও এখনো সংখ্যা কম হলেও প্রতিদিন বাড়ছে সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা। তবে বিশ্বের অন্যান্য দেশে তা প্রকোট আকার ধারণ করেছে। উৎপত্তিস্থলের বাহিরে ১৩ গুণ বৃদ্ধি পাওয়ায় গত ১১ মার্চ বিশ্বব্যাপী মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।