করোনায় বিশ্বে প্রাণহানি ১ লাখ ৮ হাজার


মহামারি করোনা ভাইরাসের ছোবলে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৮ হাজার ৮২৮ জন। এখন পর্যন্ত এ ভাইরাস শনাক্ত হয়েছে ১৭ লাখ ৮০ হাজার ৩১৫ জনের শরীরে।
রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডওমিটার। এরইমধ্যে ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস।
প্রাণহানি ও আক্রান্তের দিক থেকে সব দেশকে ছাড়িয়ে গিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গেলো ২৪ ঘন্টায় প্রাণ গেছে দুই হাজারের বেশি মানুষের। মোট প্রাণহানি ২০ হাজার পাঁচশোর বেশি। আক্রান্ত পাঁচ লাখ ২২ হাজারের বেশি।
যুক্তরাজ্যে ২৪ ঘন্টায় ৯১৭ জনের মৃত্যুতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে নয় হাজার ৮৭৫ জনে।
তবে স্পেনে কমেছে প্রাণহানির সংখ্যা। নতুন করে ৫১০ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। ফ্রান্স ও ইতালিতে বেড়েছে প্রাণহানি। তবে কমেছে নতুন আক্রান্তের সংখ্যা।
ভারতে ২৪ ঘন্টায় প্রাণ গেছে ৩৪ জনের। মোট মৃত্যু দুইশো ৭৩। আক্রান্ত আট হাজারের বেশি।