করোনা: চিকিৎসকদের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ


চলমান করোনাভাইরাসের সংক্রমণে সাধারণ মানুষের পাশাপাশি আতঙ্কে আছেন চিকিৎসক, নার্স তথা স্বাস্থ্যকর্মী পরিস্থিতি মোকাবেলার সঙ্গে জড়িতরা। ঝুঁকিতে থাকা এসব মানুষের জন্য বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি যারা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন- তাদের বিশেষ সম্মানী হিসেবে এক শ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
আজ সোমবার সন্ধ্যায় গণভবনে নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘চিকিৎসক ও নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী সম্পদের সীমাবদ্ধতা এবং মৃত্যুর ঝুঁকি থাকা সত্ত্বেও একেবারে সামনের কাতারে থেকে আক্রান্তদের সেবা দিচ্ছেন। আপনাদের পেশাটাই চ্যালেঞ্জের। এই ক্রান্তিকালে মনোবল হারাবেন না। গোটা দেশবাসী আপনাদের পাশে আছে। দেশবাসীর পক্ষ থেকে আমি আপনাদের সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। যেসব সরকারি স্বাস্থ্যকর্মী প্রত্যক্ষভাবে করোনা রোগীদের সেবা দিচ্ছেন- ইতোমধ্যেই তাদের একটি তালিকা তৈরির নির্দেশ দিয়েছি। তাদের বিশেষ সম্মানী দেওয়া হবে। এ জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে।’
তিনি বলেন, কোভিড-১৯ এর সংক্রমণ রোধে নিয়োজিত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনী ও বিজিবি সদস্য এবং প্রত্যক্ষভাবে নিয়োজিতদের মধ্যে কেউ দায়িত্ব পালনকালে আক্রান্ত হলে পদমর্যদা অনুযায়ী প্রত্যেকের জন্য ৫ থেকে ১০ লাখ টাকার স্বাস্থ্যবীমা থাকছে। আর মৃত্যুর ক্ষেত্রে এর পরিমাণ ৫ গুণ বৃদ্ধি পাবে। এ জন্য স্বাস্থ্যবীমা ও জীবনবীমা বাবদ ৭৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘দেশে সুরক্ষা সরঞ্জামের কোনো ঘাটতি নেই। নিজেকে সুরক্ষিত রেখে স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ সেবা দিবেন- সেটাই দেশবাসীর প্রত্যাশা। তবে সাধারণ রোগীরা যাতে চিকিৎসাসেবা থেকে কোনোভাবেই বঞ্চিত না হন, সেদিকেও নজর রাখার জন্য আমি প্রতিটি সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।’
তিনি আরও বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে নিয়োজিত পুলিশ-সহ আইন-শৃঙ্খলা বাহিনী ও সশস্ত্রবাহিনীর সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তা, মিডিয়া কর্মী, করোনাভাইরাসে আক্রান্ত রোগী আনা-নেওয়ার কাজে এবং মৃত ব্যক্তির দাফন ও সৎকারের দায়িত্বে নিয়োজিত কর্মীগণসহ জরুরি সেবা কাজে যারা নিয়োজিত রয়েছেন, তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
এর আগে, দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) মহামারী মোকাবেলায় এই উৎসবের সময় সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, এবার সবাইকে অনুরোধ করব, কাঁচা আম, জাম, পেয়ারা, তরমুজসহ নানা মওসুমী ফল সংগ্রহ করে পরিবারের সবাইকে নিয়ে বাড়িতে বসেই নববর্ষের আনন্দ উপভোগ করুন। আপনারা বিনা কারণে ঘরের বাইরে যাবেন না। অযথা কোথাও ভিড় করবেন না। স্বাস্থ্যবিধি মেনে চলুন। করোনাভাইরাস সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করুন, পরিবারের সদস্যদের রক্ষা করুন।