কাঠমান্ডুতে নিহতদের স্মরণে যশোরে দোয়া-প্রার্থনা

যশোর প্রতিনিধি:নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় যশোরের কালেক্টরেট মসজিদসহ পাড়া-মহল্লার মসজিদগুলোতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়ায় আহতদের সুস্থতা কামনা করা হয়।রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ জুমা যশোর কালেক্টরেট মসজিদের ইমাম মাওলানা ইয়াসিন হুসাইন দোয়া পরিচালনা করেন। এসময় যশোরের প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের মানুষ দোয়ায় অংশ নেন। এছাড়া মন্দির, গির্জাতেও প্রার্থনা হয়েছে।এ দুর্ঘটনায় সাতক্ষীরা সীমান্তের ইলিশপুর গ্রামের কো-পাইলট পৃথুলা রশিদ, যশোর উপশহরের মেয়ে সানজিদা হক বিপাশা, তার স্বামী মনিরুজ্জামান এবং ছেলে অনিরুদ্ধ ইসলাম নিহত হয়েছেন।