ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

কারাগারে যেতে হচ্ছে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলাকে

আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতি মামলার রায়ের বিরুদ্ধে আপিল চললেও ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে কারাগারে যেতে হবে বলে আদেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। ১১ জন বিচারকের মধ্যে ছয়জনের ভোট আদেশের পক্ষে পড়েছে; বাকি ৫ জন আপিলের সময় সাবেক প্রেসিডেন্টের জামিনের পক্ষে ছিলেন। ঘুষ গ্রহণের এক মামলায় লুলার বিরুদ্ধে ১২ বছরের কারাদ-াদেশ আছে; আপিল চলাকালীন সময়ে তিনি মুক্ত থাকতে চেয়েছিলেন। সুপ্রিম কোর্টের বিচারকদের এক ম্যারাথন সেশন শেষে গতকাল বৃহস্পতিবার সকালে লুলাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেওয়া হয় বলে খবর বিবিসির। ব্রাজিলে আপিল চলাকালীন সময় অভিযুক্তরা কারাগারের বাইরে থাকার সুযোগ পেয়েই আসছিলেন। যদিও সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠ বিচারক লুলার ক্ষেত্রে ২০১৬ সালে দেওয়া নিম্ন আদালতের এ-সংক্রান্ত এ রায়কে প্রাধান্য দিয়েছেন। প্রথম আপিলে হেরে যাওয়ার পর সাজাপ্রাপ্তকে যেখানে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছিল। লুলা শুরু থেকেই তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ অ্যাখ্যা দিয়ে আসছেন। চলতি বছরের অক্টোবরে হতে যাওয়া সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে দূরে রাখতেই এ চক্রান্ত চলছে বলেও অভিযোগ তার। জনমত জরিপগুলোতেও লুলাকেই নির্বাচনী দৌড়ে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে বলে খবর বিবিসির। মেটাল ওয়ার্কারস ইউনিয়ন আয়োজিত এক কনসার্টে বসে বামপন্থি এ রাজনীতিক তার বিরুদ্ধে দেওয়া সুপ্রিম কোর্টের রায় শোনেন। নথিপত্র প্রস্তুত হওয়ার সময় পর্যন্তই ৭২ বছর বয়সী সাবেক এ প্রেসিডেন্ট জেলখানার বাইরে থাকার সুযোগ পাবেন। আদালতের এ আদেশের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে লুলা নেতৃত্বাধীন দল ওয়ার্কারস পার্টি। “গণতন্ত্র ও ব্রাজিলের জন্য এটি বিষাদময় দিন,” বলেছে তারা। ২০০৩ থেকে ২০১১ পর্যন্ত টানা দ্ইু মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন লুলা সিলভা। সাবেক এ খনি শ্রমিক ও ট্রেড ইউনিয়ন আন্দোলনকারীই ছিলেন দেশটির অর্ধ শতকের মধ্যে প্রথম বামপন্থি প্রেসিডেন্ট। সামাজিক কর্মসূচিতে বিস্তর খরচ করার কারণে তার মেয়াদকালীন সময়েই ব্রাজিল তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখেছিল। লুলা প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে ওই ৮ বছরের মধ্যেই দেশটির কয়েক কোটি লোক দারিদ্র্যসীমার নিচ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিল। ২০১৪ সালে লুলার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়। ‘অপারেশ কার ওয়াশ’ নামে ওই তদন্তে ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত হিসেবে বিভিন্ন দলের বেশ কয়েকজন শীর্ষ নেতার নাম উঠে আসে। লুলার বিরুদ্ধে কোপাকাবানা সৈকতমুখী একটি অ্যাপার্টমেন্ট ঘুষ হিসেবে নেওয়ার অভিযোগ পাওয়া যায়, যার বাজার মূল্য প্রায় ১১ লাখ ডলার। অভিযোগে দোষী সাব্যস্ত হলে নয় বছরের কারাদ- হয় সাবেক এ প্রেসিডেন্টের। রায়ের বিরুদ্ধে প্রথম আপিলেও হেরে যান তিনি। জানুয়ারিতে দেওয়া আপিলের রায়ে লুলার সাজার মেয়াদ আরও বাড়িয়ে ১২ বছর করা হয়। এরপর দ্বিতীয় দফায় আপিলে যান নিম্নবিত্ত ও শ্রমিকদের মধ্যে বেশ জনপ্রিয় এ সাবেক প্রেসিডেন্ট। আসছে নির্বাচনে এগিয়ে থাকলেও বামপন্থি লুলার প্রশ্নে ব্রাজিলের জনগণের মধ্যে বিভেদ বিদ্যমান বলে মন্তব্য বিবিসির। গত মঙ্গলবারও সাও পাওলোতে ২০ হাজারের বেশি মানুষ লুলাকে কারাগারে রাখার দাবি জানিয়ে বিক্ষোভ করেছে। লুলার সমর্থনেও ব্রাজিলের বিভিন্ন শহরে বিশাল বিশাল মিছিল হয়েছে। লুলা বলছেন, সাজা ও কারাদ-ের মেয়াদের বিরুদ্ধে তার লড়াই হচ্ছে ব্রাজিলের সামরিক শাসনবিরোধী লড়াইয়েরই ধারাবাহিকতা। ১৯৮৫ সালে দেশটিতে সামরিক শাসনের অবসান হয়েছিল। “আমি সামরিক একনায়কতন্ত্রকে মেনে নিইনি, কৌঁসুলিদের এ একনায়কতন্ত্রও মেনে নেব না,” বলেছেন তিনি।

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |