ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

কার্লসন রেজিডর হোটেল গ্রুপ এখন র‌্যাডিসন হোটেল গ্রুপ

র‌্যাডিসন হসপিটালিটি ইনকর্পোরেটেড (পূর্বে কার্লসন হোটেলস ইনকর্পোরেটেড) এবং রেজিডর হোটেল গ্রুপ এবি একটি শক্তিশালী পার্টনারশিপের মাধ্যমে র‌্যাডিসন হোটেল গ্রুপ হিসাবে আত্মপ্রকাশ করেছে। প্রতিষ্ঠান দুটির ইউরোপ, মিডিল ইস্ট এবং আফ্রিকা জুড়ে বিভিন্ন ব্রান্ডের বিকাশ এবং পরিচালনা করার জন্য মাস্টার ফ্রাঞ্চাইজি চুক্তি রয়েছে। বর্তমানে বিশ্বের ১১তম বৃহৎ হোটেল গ্রুপ র‌্যাডিসন। যা আটটি হোটেল ব্রান্ডের সমন্বয়ে গঠিত এবং তাদের অধীনে বিশ্বব্যাপী ১৪০০ এর বেশি হোটেল রয়েছে। রেজিডর হোটেল গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্রেডরিক জে গঞ্জালেজ বলেন, ‘আজ র‌্যাডিসন হোটেল গ্রুপের জন্য একটি রোমাঞ্চকর যুগের সূচনা। আমাদের লক্ষ্য, আমরা আমাদের নতুন ব্র্যান্ড এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির সাহায্যে বিশ্বজুড়ে শীর্ষ তিনটি আতিথেয়তা কোম্পানীর মধ্যে একটি হবো।’ কার্লসন রেজিডর হোটেল গ্রুপের নতুন এই পথচলা সম্পর্কে র‌্যাডিসন হসপিটালিটি ইনকর্পোরেটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও চীফ অপারেটিং অফিসার বলেন, ‘র‌্যাডিসন হোটেল গ্রুপ এর সৃষ্টি রেজিডর হোটেল গ্রুপের সাথে আমাদের দীর্ঘমেয়াদী পার্টনারশিপের একটি বিবর্তন। একসঙ্গে আমরা একটি নতুন ব্র্যান্ড স্থাপন ও কার্যকর করছি যাতে আমাদের অতিথিদের ও মালিকপক্ষের জন্য অভিজ্ঞতাটি আরও মানসম্পন্ন হয়।’ র‌্যাডিসন হোটেল গ্রুপ আগামী পাঁচ বছর প্ল্যাটফর্ম এবং প্রযুক্তি বিকাশে উল্লেখযোগ্য বিনিয়োগ করতে ইচ্ছুক। এছাড়াও তারা বিশ্বব্যাপী ৫০০ টির বেশি হোটেলের পুনর্বিন্যাস ও পুনঃস্থাপন করার ওপর মনোযোগ দেয়ার পরিকল্পনা করছে।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |