কালকিনিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত


জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী পতিত জমিতে ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করনের লক্ষ্যে মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসান অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার লক্ষীপুর উচ্চ বিদ্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক এমপি ড. আব্দুস সোবহান গোলাপ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, পৌর মেয়র এস এম হানিফ, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ^াস, উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারন সম্পাদক সরদার মো. লোকমান হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মো. মনিরুজ্জামান ও জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।