ঢাকা, সোমবার, ২০শে মার্চ ২০২৩ ইং | ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

কালকিনিতে মাথা বির্হীন অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরের কালকিনিতে মাথা বিহীন অর্ধ গলিত (২২) বছর বয়সী এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ (২০ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে আড়িয়াল খাঁ নদের উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামের কদমতলী খোয়া ঘাট নামকস্থান থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে নিহতের উদ্ধারকৃত লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়।
পুলিশ ও এলাকা সুত্রে জানা গেছে, নিহত ওই অজ্ঞাত যুবকের মাথা বিহীন অর্ধ গলিত লাশ নদীতে ভাসতে দেখতে পান এলাকাবাসী। পরে থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে নিহতের লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন বলেন, অজ্ঞাত যুবকের মাথা বিহীন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

You must be Logged in to post comment.

মেহেরপুরের বিভিন্ন ইটভাটার মালিকদের ৫০ হাজার টাকা জরিমানা     |     মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত     |     মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২০     |     আটোয়ারীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগনের ভূমিকা শীর্ষক আলোচনা ও সংবর্ধনা     |     মেহেরপুরে কবি নজরুল শিক্ষা মঞ্জিলের ফজিলাতুন নেছা একাডেমিক ভবন উদ্বোধন     |     ঝিকরগাছায় ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান : জরিমানা ও প্রতিষ্ঠান সীলগালা     |     ফুলবাড়ীতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি     |     লালমনিরহাটে মহিলা ভাইস চেয়ারম্যানের মামলায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কারাগারে     |     হাল না ছাড়া শেরপুরের সংগ্রামী মামুন এখন মেটা’র ইঞ্জিনিয়ার     |     মেহেরপুরের শ্যামপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জনসভা     |