ঢাকা, শুক্রবার, ১লা ডিসেম্বর ২০২৩ ইং | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

কুড়িগ্রামে  ট্রাকের টায়ারের চাকার ভেতর থেকে  মাদকসহ ৩ জন গ্রেপ্তার

এম.এ.শাহীন, রংপুর: কুড়িগ্রামে অভিনব কৌশলে ট্রাকের টায়ারের চাকার ভেতর থেকে বিপুল পরিমান মাদকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে কুড়িগ্রাম সদর থানার পুলিশ  গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম সদর থানার ধরলা ব্রিজের পূর্ব পার্শ্বে পুলিশ চেকপোষ্ট চলাকালে নাগেশ্বরী-কুড়িগ্রাম গামী ট্রাক সিগনাল দিলে ট্রাকের ভেতরে থাকা মাদক কারবারিরা ট্রাক থামিয়ে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করে।
পালানোর সময় চেকপোস্টে দ্বায়িত্বরত পুলিশ সদস্যরা রাজশাহী জেলার দুর্গাপুর থানা এলাকার মাদক কারবারি মোঃ শহিদুল ইসলাম (৫৩), দুর্গাপুর জয়কৃষ্ণপুর পৌরসভার মোঃ সাইফুল ইসলাম (৩২) ও দুর্গাপুর দেবীপুর এলাকার মোঃ জাকির হোসেন (৩০)কে গ্রেপ্তার করে। এ সময় ট্রাকটি তল্লাশি করে ট্রাকের এক্সট্রা একটি চাকার টায়ারের ভেতরে অভিনব কায়দায় ফিটিংকৃত অবস্থায় ১৭ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা চতুরতার সাথে ট্রাকের চাকার ভেতরে অভিনব কায়দায় ফিটিং করে মাদক পরিবহনের চেষ্টা করেছিলো। কিন্তু কুড়িগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা নজরদারি ও তৎপরতায় তাদের পরিকল্পনা ব্যার্থ হয়। এই সংক্রান্ত মাদক কারবারি, পরিবহণকারী চালকের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা দায়ের হয়েছে। এর সাথে আরো কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের অভিযান চালমান রয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

You must be Logged in to post comment.

মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |     দ্বাদশ সংসদ নিবার্চন -২০২৪ মেহেরপুর-২ গাংনী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সাংসদ মকবুল হোসেনের মনোনয়ন পত্র জমা     |     বগুড়া-৫ আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল     |     শৈলকুপায় আ.লীগের প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র জমা     |     আটোয়ারীতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন নাঈমুজ্জামান ভুঁইয়া     |     মাদারীপুরে নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শাজাহান খান     |