ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

কুসুম মনে রাখার মতো কাজ করতে চান

বিনোদন ডেস্ক: কুসুম শিকদার। অভিনেত্রী হিসেবে ছোট পর্দার বাইরে তিনটি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। ২০১০ সালে ‘গহীনে শব্দ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় কাজ শুরু করেন এই অভিনেত্রী। এরপর ‘লাল টিপ’ চলচ্চিত্রে অভিনয় করেন। এ চলচ্চিত্রে অভিনয় করার পর বেশ প্রশংসা পান তিনি। আর সবশেষ ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক গৌতম ঘোষের পরিচালনায় ‘শঙ্খচিল’ চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।২০১৬ সালে দুই বাংলায় চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল। আর চলতি বছর এ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সুখবর পেয়েছেন কুসুম শিকদার। সদ্য তথ্য মন্ত্রণালয়ের এক গেজেটে প্রকাশ হয়েছে, ‘শঙ্খচিল’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন কুসুম শিকদার। এ প্রসঙ্গে তিনি বলেন, খবরটা জানার পর খুব ভালো লাগছে। আর আমি ক্যারিয়ারের তৃতীয় চলচ্চিত্র দিয়েই জাতীয় পুরস্কারটি পেতে যাচ্ছি। এটাই আমার জন্য বিশাল কিছু। এজন্য আমি আমার সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ এবং জুরিবোর্ডের কাছে কৃতজ্ঞ। ‘শঙ্খচিল’ চলচ্চিত্রের পর আর কোনো নতুন চলচ্চিত্রে কুসুম শিকদারকে অভিনয় করতে দেখা যায়নি। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমি বর্তমানে কোনো কাজ করছি না। আর সব ধরনের চলচ্চিত্রে আমি কাজ করিও না। যদি এমন কোনো চলচ্চিত্রে কাজের সুযোগ আসে যেটা দর্শকরা অনেকদিন মনে রাখবে তাহলে আবারো নতুন চলচ্চিত্রে আমি কাজ করবো। এ ছাড়া কাজ করতে চাই না। এজন্যই আমার কাজের সংখ্যাও কম। উল্লেখ্য, বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও আশীর্বাদ চলচ্চিত্রের প্রযোজনায় ‘শঙ্খচিল’ ছবিতে কুসুম শিকদারের বিপরীতে অভিনয় করেন ভারতের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |