ঢাকা, শনিবার, ১লা এপ্রিল ২০২৩ ইং | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

কেএমপির ৪৫ বিট পুলিশিং স্পট উদ্বোধন করবেন আইজিপি

এস এম মাহবুবুর রহমান, খুলনা : খুলনা মেট্রোপলিটন এলাকায় পুলিশের সেবা জনগনের দৌরগড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে নগরীর প্রতিটি ওয়ার্ড এবং গুরুত্বপূর্ণ ৪৫টি স্পটে বিট পুলিশিং কার্যালয় স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর বয়রাস্থ পুলিশ লাইন মাঠে পুলিশ প্রধান জাবেদ পাটেয়ারী আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। বুধবার দুপুরে কেএমপি সদর দপ্তরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ তথ্য জানান পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির। তিনি বলেন, আপাতত: পুলিশ বক্স ও কমিউনিটি পুলিশের কার্যালয় এবং ভিন্ন স্থানে ঘর তুলে বিট পুলিশের কার্যক্রম শুরু হবে। মূলত : ওয়ার্ডের তৃণমুল পর্যায়ে মাদক, সন্ত্রাস, ইভটিজিংসহ ছোট খাটো অপরাধ নিয়ন্ত্রনে রাখার লক্ষেই এ কার্যক্রম শুরু হচ্ছে। কেএমপি কমিশনার জানান, মহা পুলিশ পরিদর্শক জাবেদ পাটেয়ারী বৃহস্পতিবার দুপুরে খুলনায় আসবেন। তিনি বিকেল ৩টায় নগরীর বয়রাস্থ পুলিশ লাইন মাঠে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে অনুষ্ঠিত ‘সুধী সমাবেশে’ প্রধান অতিথির ভাষণ দেবেন। সমাবেশের আগে সেখানে তিনি বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করবেন। পরদিন শুক্রবার তিনি পুলিশের সকল ইউনিট কর্মকর্তাদের অংশ গ্রহণে অনুষ্ঠিত কল্যাণ সভা এবং রেঞ্জ ও কেএমপি কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃংখলা সভায় যোগদান করবেন। পুলিশ কমিশনার বলেন, ডিএমপি এবং সিএমপি এলাকায় আগেই বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। খুলনা মেট্রোপলিটনে প্রথমবারের মত এটি শুরু হচ্ছে। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় (এক, দু’ ঘন্টা) একজন এসআই ও একজন এএসআই বিট পুলিশিং কার্যালয়ে দায়িত্ব পালন করবেন। স্থানীয় পর্যায়ের যে কোন ধরণের আইনী সমস্যার সামাধান দেওয়ার চেষ্টা করবেন তারা। আর যদি তাদের ক্ষমতার বাইরে হয়, তাহলে থানায় প্রেরণ করবেন। এতে করে দালালের মাধ্যমে থানা পুলিশের স্মরণাপন্ন হতে হবে না নগরবাসীকে। বিট পুলিশিং কার্যক্রমে হয়রানির প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, বিট পুলিশিং কার্যক্রমের সঙ্গে জড়িত কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে এ ধরণের অভিযোগ পেলে প্রচলিত বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

 

You must be Logged in to post comment.

গাংনীা রামনগর গ্রামে রাস্তায় বেড়া দেয়ায় অসহায় পরিবার গৃহবন্ধী     |     ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মানববন্ধন      |     ঝিকরগাছা বিএম হাইস্কুলে বন্ধের সময়ও চলেছে রমরমা কোচিং বাণিজ্য     |     ঝিকরগাছার ইভটিজিংয়ের শিকার অনি রায়ের পরিবারের পাশে গিলবার্ট নির্মল বিশ্বাস     |     ফুলবাড়ী‌তে ইসলামী ব্যাংকিং শীর্ষক আ‌লোচনা ও ইফতার মাহ‌ফিল     |     সুন্দরগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তাকে হেনস্থা     |     গাংনীতে বিভিন্ন ইউনিয়নে ‘বীর নিবাস’ পরিদর্শন করলেন ইউএনও সাজিয়া সিদ্দিকা সেতু     |     বৈকালিন স্বাস্থ্য সেবার প্রথম দিনে ফুলবাড়ীতে সেবা নিল একজন রোগী।     |     মুজিবনগরে ছেলের শোকে মায়ের আত্মহত্যা     |     বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী     |