কেশবপুরে বই মেলার উদ্বোধন


কশবপুর(যশোর) : যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ৩ দিন ব্যাপী অমর একুশে বই মেলার উদ্বোধন করা হয়েছে। পাঁজিয়া বই মেলা উদযাপন কমিটির উদ্যোগে শুক্রবার রাতে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি। মেলা উদযাপন কমিটির আহবায়ক ও পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার সিরাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানূর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি তপন কুমার ঘোষ মন্টু, জেলা পরিষদ সদস্য হাসান সাদেক, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক,কেশবপুর প্রেসক্লাব সভাপতি আশরাফ-উজ-জামান খান,সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী প্রমুখ।