ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

কেসিসি নির্বাচনে ৪১ কাউন্সিলর পদের বিপরিতে আ’লীগ-বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ৩২৮ প্রার্থী

এস এম মাহবুবুর রহমান, খুলনা : খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি’র প্রার্থী অনেকটা চুড়ান্ত হওয়ার পর ওয়ার্ড কমিশনার প্রার্থীরা ছুটছেন দলীয় মনোয়ন পাওয়ার আশায়। দলের হাইকমান্ডের সাথে চলছে ব্যাপক লবিং। কেসিসি’র ৩১ টি সাধারণ ওয়ার্ড ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ৪১ জন প্রার্থীর বিপরিতে দু’টি দলে ইতোমধ্যে আবেদন করেছেন ৩২৮ জন প্রার্থী। এরমধ্যে আওয়ামী লীগে ১৯০ জন ও বিএনপির ১৩৮ জন। ৮ এপ্রিল আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড ৩১ জনকে কাউন্সিলর ও ১০ জনকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে চুড়ান্ত মনোনয়ন দেবে। অপরদিকে বিএনপির মনোনয়ন বোর্ড ৯ ও ১০ এপ্রিল কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।সূত্রে জানা গেছে, কেসিসির ৩১টি ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আগ্রহী আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা তাদের আবেদন জমা দিয়েছেন। দলীয় ১৯০ জন আগ্রহী প্রার্থীর আবেদনগুলো ঢাকায় কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড আবেদনগুলো যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীদের চুড়ান্ত করবেন। প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের একজন প্রার্থী মনোনয়ন পাবেন। সংরক্ষিত ১০টি কাউন্সিলর পদে ১০ জন মনোনয়ন পাবেন। সূত্রে আরো জানা গেছে, দলীয় মনোনয়ন প্রত্যাশী ৪, ৫, ৭, ৮, ৯, ১০, ১১, ১৩, ১৭, ১৯, ২১, ২৫, ২৭, ৩০নং ওয়ার্ডে ৩ জন করে আওয়ামী লীগের প্রার্থী আবেদন করেছেন। ৪ জন করে প্রার্থী আবেদন করেছেন ৪, ১৫, ১৯, ২২ ও ২৯নং ওয়ার্ডে। ৫ জন করে প্রার্থী রয়েছেন ৩, ২, ৬, ২৪ ও ২৬নং ওয়ার্ডে। ৬ জন করে প্রার্থী রয়েছেন ১৮ ও ২৮নং ওয়ার্ডে। এছাড়াও ৭ জন প্রার্থী রয়েছেন ২০নং ওয়ার্ডে ও ৯ জন প্রার্থী রয়েছেন ১ ও ৩১নং ওয়ার্ডে। সংরক্ষিত প্রতিটি আসনে ৩ জনের বেশি প্রার্থী রয়েছেন। মনোনয়ন চুড়ান্ত করতে ৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসার কথার রয়েছে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও পাঁচটি থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের।অপরদিকে কাউন্সিলর পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশি ১৩৮ জন প্রার্থীর স্বাক্ষাৎকার গ্রহণের নির্ধারিত দিন ছিল শনিবার থেকে। তবে তা পরিবর্তন করা হয়েছে। মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান ও মহনগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ অধিকাংশ সদস্য মেয়র পদে প্রার্থীর সাক্ষাৎকারের জন্য ঢাকায় অবস্থান করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সাক্ষাৎকার শেষে বিএনপির কাউন্সিলর প্রার্থী চুড়ান্ত করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।এ প্রসঙ্গে শুক্রবার রাতে নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘বৃহস্পতিবার শুরু করে শুক্রবার বিকেল পর্যন্ত ৩১টি সাধারণ ওয়ার্ড ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডের জন্য বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়। নির্ধারিত সময় শেষে ১৩৮ জন আবেদন করেছেন। এর মধ্যে সাধারণ ওয়ার্ডের জন্য ১০৯ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের জন্য ২৯ জন নারী রয়েছেন। আগামী ৯ এপ্রিল সকাল ১০ টা থেকে রাত পর্যন্ত সাধারণ ওয়ার্ড ১ থেকে ২০ পর্যন্ত কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। পরদিন ১০ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হবে সংরক্ষিত আসনের সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার। দুপুরে নামাজ ও মধ্যাহ্ন ভোজের এক ঘন্টা বিরতি শেষে শুরু হবে সাধারণ ওয়ার্ড ২১ থেকে ৩১ নম্বর পর্যন্ত ওয়ার্ডের দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার।’প্রসঙ্গত, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ১৫ মে খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১২ এপ্রিল। এছাড়া যাচাই-বাছাই ১৫-১৬ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ সময় ২৩ এপ্রিল।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |