কেসিসি নির্বাচন পরিচালনায় বিএনপি’র ১১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কাউন্সিলর পদে তৈয়েবুর ও মিসেস মনিকে সমর্থন


খুলনা প্রতিনিধি : খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনকে মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে তরান্বিত করার পথে একটি বৃহৎ চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে খুলনা জেলা বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে সরকার আর একটি এক তরফা নির্বাচনের যে নীলনকশা তৈরি করছে, তাকে রুখে দিতে সর্বস্তরের নেতাকর্মীরা ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলবে। জেলার ৯ উপজেলা ও ২ পৌর বিএনপির সর্বশক্তি নিয়ে কেসিসি নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করবে। কেসিসি নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য জেলা বিএনপির পক্ষ থেকে ১১১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। খুলনা জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শুক্রবার সকাল ১০ টায় কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা। জেলা বিএনপি গঠিত নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটিতে আমীর এজাজ খান আহবায়ক এবং এস এম মনিরুল হাসান বাপ্পী সদস্য সচিব মনোনীত হয়েছেন। সভা থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাতা বেগম ফাতেমা আমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
সভা থেকে কেসিসি নির্বাচনে ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে তৈয়েবুর রহমান এবং সংরক্ষিত ওয়ার্ড ৫ এর কাউন্সিলর পদে মিসেস মনিকে জেলা বিএনপির পক্ষ থেকে সমর্থন প্রদান করা হয়। তাদেরকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন আমীর এজাজ খান, অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক, খান জুলফিকার আলী জুলু, শেখ আব্দুর রশিদ, মনিরুল হাসান বাপ্পী, আশরাফুল আলম নান্নু, খান আলী মুনসুর, এ্যাড. মোমরেজুল ইসলাম, ডাঃ আব্দুল মজিদ, মোশারফ হোসেন মফিজ, এ্যাড. তছলিমা খাতুন ছন্দা, এ্যাড. কে এম শহিদুল আলম, শামসুল আলম পিন্টু, মুর্শিদুর রহমান লিটন, ওয়াহিদুজ্জামান রানা, শামীম কবির, তৈযেবুর রহমান, ইবাদুল হক রুবায়েদ, উজ্জল কুমার সাহা, ইলিয়াস মল্লিক, আতাউর রহমান রনু, আব্দুল মান্নান মিস্ত্রি প্রমুখ।