ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

কেসিস নির্বাচন : বিএনপি’র টার্গেট ক্ষমতা ধরে রাখা আর আওয়ামী লীগের পুনরুদ্ধার

এস এম মাহবুবুর রহমান, খুলনা অফিস : খুলনা সিটি করপোরেশনের এবারের নির্বাচন ক্ষমতাসিন দল আওয়ামীলীগ ও বিএনপি’র জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। বিএনপি’র টার্গেট ক্ষমতা ধরে রাখা আর আওয়ামী লীগের পুনরুদ্ধার। একারণে মেয়র প্রার্থী ঘোষনায় চলে চমকের পর চমক। এদিকে আসন্ন নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ ও বিএনপি মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষনার পর খুলনায় দু’দলে চলছে উৎসবের আমেজ। গত ৯ এপ্রিল কেন্দ্রীয় বিএনপি খুলনায় মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে। এ খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বিএনপিসহ অংগ সংগঠনের নেতা-কর্মীদের মাঝে দেখা দেয় প্রাণচাঞ্চল্যতা। আওয়ামী লীগের হেবিওয়েট প্রার্থী সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক এর সাথে লড়াইয়ে টিকতে পূর্বের সকল জল্পনা-কল্পনার অবসন ঘটিয়ে বিএনপির মনোনয়ন বোর্ড নিজ দলের আর এক হেবিওয়েট নেতা নজরুল ইসলাম মঞ্জুকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেন বলে দায়ীত্বশীল একটি সূত্র জানায়। এর আগে ৮ এপ্রিল আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেককে দলীয় মনোনয়ন দেয়। সাধারণ মানুষের মাঝেও চলছে নানা আলোচনার ঝড়। অধিকাংশ মানুষের মুখে মুখে এবারের নির্বাচন হবে বাঘ-সিংহের লড়াই। রাজনৈতিক নীতি আদর্শে কেউ কারো তুলনায় কম না। নগরবাসী জানায়, তালুকদার আব্দুল খালেক মেয়র থাকা কালে ব্যাপক উন্নয়ন করেন। এমনকি ঠিকাদারদের মাধ্যমে পরিচালিত উন্নয়নমূলক কাজের তদারকি নিজেই করতেন। অনিয়ম পেলেই ব্যবস্থা নিতেন। আত্মীয়করণ বা দলীয়করণ কখনোই পাত্তা দেননি। এসব নানা কারণে গত নির্বাচনে নিজ দলের একটা বড় অংশ নেপথ্যে কল-কাঠি নাড়েন। তালুকদার আব্দুল খালেক পরাজিত হওয়ার এসব কারণ চিহ্নিত করে দলের বিভেদ দুর করে নতুন কৌশলে এবার অগ্রসর হচ্ছেন তালুকদার আব্দুল খালেক ও তার দল। যে কারণে তার বিজয় নিশ্চিত বলে ভাবছেন নির্বাচন বিস্লেশকরা। অপরদিকে নজরুল ইসলাম মঞ্জু বিএনপির রাজপথের সৈনিক। সদা হাস্যজ্জল। অনেকটা সাদামাঠা জীবন-যাপন করেন। নগরসহ জেলার কোথাও কোন সমস্যা ঘটলে সাথে সাথে ছুটে যান। অসহায় মানুষের পাশে দাঁড়ান। এসব নানা কারণে সাধারণ মানুষের সাথে রয়েছে তার সেতু বন্ধন। ৯ম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে মোহাম্মদ মিজানুর রহমানকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। মহানগর উন্নয়নে তাঁরও রয়েছে অনেক সাফল্য। সার্বিক বিষয় মিলিয়ে এবারের নির্বাচনে ভোটাররা নজরুল ইসলাম মঞ্জুকে মেয়র হিসেবে নির্বাচিত করবে বলে বিএনপির নীতি নির্ধারকরা মনে করছেন।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |