কোটচাঁদপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই জনের মৃত!


সুমন মালাকার কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের কোটচাঁদপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে।
জানাযায়, কোটচাঁদপুর পৌর শহরের হাসপাতাল পাড়ার মোঃ সাইফুল্লাহ বাবলু মিয়ার নির্মাণাধীন তিনতলা ভবনের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইমারত শ্রমিক মহাসিন (৪৫) ও বিদ্যুৎ শ্রমিক আজিম হোসেন (২৮) মৃত্যু বরণ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল আনুমানিক সকাল ১০টার দিকে বাবলু মিয়ার নির্মাণাধীন তিনতলা ভবনের ওয়াইরিং এর কাজ করতে গিয়ে ইমারত শ্রমিক মহাসিন রড হাতে নিয়ে অসাবধানতার কারণে ভবনের সন্নিকটে অবস্থিত বিদ্যুৎ এর মেইন লাইনে স্পর্শ করেন সে সময় বিদ্যুৎ মিস্তি আজিম বিষয়টি লক্ষ্য করে তাকে সহযোগীতা করতে গিয়ে নিজেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। মহসিন তিন তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যায়।
স্থানীয়রা দ্রæত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আজিম কে মৃত ঘোষণা করেন এবং মহাসিন কে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন। পথেই মহাসিন মারা যায় বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।