কোটচাঁদপুর আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে পৌর মেয়রের সংবাদ সম্মেলন!


কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি॥ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার বিদ্যুৎ বিছিন্ন করার কারণে আবাসিক প্রকৌশলী মনোয়ার জাহিদ এর বিরুদ্ধে পৌর মেয়র শহিদুজ্জামান সেলিম শুক্রবার সকাল ১১ টার সময় এক সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে মেয়র এক লিখিত বক্তব্যে বলেন, আমি গত ২৮/০২/২০২১ ইংরেজি তারিখে কোটচাঁদপুর পৌরসভার মেয়র হিসাবে দায়িত্ব গ্রহনের পর জানতে পারি যে, বিগত মেয়রগণের সময়কালে ২,৯০,৭০,৭১৩ (দূই কোটি নব্বই লক্ষ সত্তর হাজার সাত শত তেরো) টাকা বিদ্যুৎ বিল বকেয়া ছিলো।
বাংলাদেশের উন্নয়নের রুপকার সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের ৩১৯ টি পৌরসভাকে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের নির্দেশনা প্রদান করেছেন।
আমি দায়িত্বভার গ্রহণের পর হতে সে প্রেক্ষিতে জনস্বার্থ রক্ষায় ও সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে পৌর অফিস ভবন, রোডলাইট, পানি সরবরাহ সহ পৌর সভার সকল বিদ্যুৎ সংযোগ সঠিক ভাবে অব্যাহত রাখতে ও পৌরবাসী যাতে এসকল সুবিধা হতে বঞ্চিত বা হয় সেজন্য আমি পূর্বের বকেয়া বিদ্যুৎ বিলের মধ্যে ২৩,৬২,২১০ (তেইশ লক্ষ বাষট্টি হাজার দূইশত দশ) টাকা পরিশোধ করেছি। পরবর্তী তে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা প্রিপেইড মিটার সংযোগের মাধ্যমে গত মে ২০২১ হতে বর্তমান সময় পর্যন্ত ৩৯,২৮,৭১০ (উনচল্লিশ লক্ষ আটাশ হাজার সাতশত দশ) টাকা বিদ্যুৎ বিল দিয়েছি।
বর্তমানে আমার পরিষদের আমলে কোন প্রকার বিদ্যুৎ বিল বকেয়া নেই।
তদুপরি বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলী মনোয়ার জাহিদ বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের ব্যাপারে আমার শরণাপন্ন হলে আমি মৌখিক ভাবে তাৎক্ষণিক ২,০০০০০ (দুইলক্ষ টাকা প্রদানের কথা জানাই এবং প্রতিমাসে বকেয়া বিল বাবদ ১,০০০০০(এক লক্ষ টাকা) করে পরিশোধ করার প্রতিশ্রুতি প্রদান করি।
কিন্তু, আবাসিক প্রকৌশলী কোন প্রকার আলোচনা ছাড়াই গত ২৭/১২/২০২২ ইংরেজি তারিখে পৌর এলাকার রোড লাইটের লাইন ও পানির পাম্পের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে দেন।
এর ফলে জনগণের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। এহেন অবস্থা থেকে উত্তরণের জন্য মাননীয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করছি এবং প্রতিমাসে বকেয়া বিদ্যুৎ বিল হতে ১,০০,০০০ (একলক্ষ টাকা) করে কিস্তি আকারে পরিশোধ করার জন্য আদেশ প্রদানে মর্জি হয়।
এ ব্যাপারে আবাসিক প্রকৌশলীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, এটি আমার কোন বিষয় নয় সব কিছু মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে।
বিগত আমলে কেন সমাধান করা হয়নি প্রসঙ্গে তিনি কোন উত্তর দেয়নি।
সংবাদ সম্মেলনে সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।