ঢাকা, রবিবার, ৪ঠা জুন ২০২৩ ইং | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

কোটচাঁদপুর জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৯!

কোটচাঁদপুর প্রতিনিধি:ঝিনাইদহের কোটচাঁদপুরে জমি নিয়ে গোলযোগে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে উভয় পক্ষের গুরুতর আহত হয়েছেন ৯ জন। এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে ৫ জনকে। মঙ্গলবার সকালে কোটচাঁদপুর পৌরসভাধীন নওদাগা গ্রামে এ ঘটনা।

৯নং ওয়ার্ড কাউন্সিলর রকিব উদ্দিন বলেন, জমি নিয়ে গোলযোগ খিদির মন্ডল ও ভেজাল মন্ডল দু’পক্ষের মধ্যে। মঙ্গলবার সকালে ওই জমি আমিন দিয়ে মাফজোপ চলছিল।

এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায় উভয় পক্ষের মধ্যে রক্ত ক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে করে উভয় পক্ষের ৭ জন গুরুত্বর আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

আহতরা হলেন, ওই গ্রামের গোলাপ মন্ডল( ৫৫), আলমগীর হোসেন(৪৫), আলতাফ হোসেন(৫২), বিপুল হোসেন(৪০), ইসমাইল হোসেন(১৮), শাহাজান আলী(৪৫), তোফাজ্জেল হোসেন(৪২), আকলিলাম খাতুন( ৪০) ও জামেনা খাতুন(৪৫)।

এদের মধ্যে গুরুত্বর ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে রেফার্ড করেছেন চিকিৎসকরা।

কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শারমিন আক্তার বলেন, আহতদের মধ্যে গুরুত্বর পাঁচ জনকে যশোর রেফার্ড করেছেন। বাকিরা কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ছাড়া আরো কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বলেন, এখনও পর্যন্ত ওই ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন।

You must be Logged in to post comment.

পঞ্চগড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভজনপুর ডিগ্রী কলেজ চ্যাম্পিয়ান     |     বুড়িমারীতে অজ্ঞাত কারণে শ্রমিকের মৃত্যু     |     মেহেরপুরে ছাদ চাপায় কলেজ ছাত্রের মৃত্যু     |     রুহিয়া থানা স্বেচ্ছাসেবকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত      |     চিলাহাটি এক্সপ্রেস উদ্বোধন করলেন  প্রধানমন্ত্রী      |     মেহেরপুরে পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু     |     বেড়েই চলেছে পেঁয়াজের ঝাজ,দাম নাগালে রাখতে আমদানীর দাবী     |     সরকারি নীতিমালা উপেক্ষা করে ঝিকরগাছায় প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞ আদালতে মামলা চলমান থাকার পরও ম্যানেজ প্রক্রিয়ায় চেয়ারে বসেছে আনারুল ইসলাম     |     ঝিকরগাছায় ৩৭প্রকার দেশীয় ফল দিয়ে কিন্ডারগার্টেন স্কুলের মধুমাসের ফল উৎসব     |     ফুলবাড়ী প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচনে সভাপতি মোহাম্মাদ আলী , সা:আব্দুল আলিম      |