ঢাকা, বৃহস্পতিবার, ৩০শে মার্চ ২০২৩ ইং | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

কোটচাঁদপুর পৌর মেয়রের বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল!

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি॥ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার মেয়র মোঃ সহিদুজ্জামান সেলিম কে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় আজ আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কোটচাঁদপুর পৌর মেয়র শহিদুজ্জামান সেলিম পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক পদে থাকাঅবস্থায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত পৌরনির্বাচনে অংশ গ্রহনকরেন।
আওয়ামীলী গমনোনীত প্রার্থী কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃশাহাজাহান আলীর নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচনী প্রচার ণাচলা কালীন সহিদুজ্জামান সেলিম কে কেন্দ্রীয় আওয়ামীলীগ ঘোষিত ওগঠনতন্ত্র অনুযায়ীবহিষ্কার করাহয়। কিন্তু তিনি জনগনের ভোটে পৌরসভার মেয়র নির্বাচিতহন।
গত দুই বছর পর গত ৩০ জানুয়ারি বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক বার্তায় বহিষ্কারা দেশ প্রত্যাহারকরায় কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগ সহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ  মিছিল, সমাবেশও  মিষ্টি বিতরণকরেন।
মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়কপ্রদিক্ষণ শেষে এক সমাবেশের আয়োজন করা হয়।এসময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছামিকি, পৌরসভার মেয়র মোঃ সহিদুজ্জামান সেলিম, প্যানেল মেয়র মোঃ সোহেল আরমান,জাহিদ হোসেনসহ পৌরসভার সকল কাউন্সিলর বৃন্দ।
এছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগস্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ শ্রমিকলীগ, তাঁতিলীগ, সৈনিকলীগসহ বিভিন্নপর্যায়ের নেতাকর্মী গণ।
এসময় বক্তারা জাতিরজনক বঙ্গবন্ধু শেখমুজিবুররহমানেরসুযোগ্য কন্যা,আজকের ডিজিটাল বাংলাদেশ তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বারবার নির্বাচিত সফল প্রধানমন্ত্রী শেখহাসিনার প্রতি নেতাকর্মী গণ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মেয়র সহিদুজ্জামান সেলিমএর বহিষ্কারাদেশ প্রত্যাহারকরায়, কোটচাঁদপুর আওয়ামীলীগের সু বাতাসবইছেবলে উৎসুক নেতাকর্মী গণ মনে প্রাণেবিশ্বা সকরেন। বহিষ্কারাদেশ প্রত্যাহারেরমধ্য দিয়ে কোটচাঁদপুর উপজেলা ও পৌর আওয়ামীলীগের শক্ত অবস্থান তৈরী হলোবলেমত প্রকাশ করেন আওয়ামীলীগসহ এর সকল অঙ্গ ও সহযোগীসংগঠনের নেতাকর্মীরা।

You must be Logged in to post comment.

ঠাকুরগাঁওয়ে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু     |     মেহেরপুরে শরিকানা জমি নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় বাবা ছেলে জখম     |     গাংনীতে কাজীপুর মুক্তিযোদ্ধাদের ৮ কবর স্মৃতি সৌধস্থল পরিদর্শন করলেন ইউএনও সাজিয়া সিদ্দিকা সেতু     |     টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু     |     ছাত‌কে গো‌বিন্দগঞ্জ ক‌লে‌জে অ‌বৈধ অধ্যক্ষ অপসার‌নের দা‌বি‌তে মানবন্ধন      |     মেহেরপুরে মাটি বহনকারী ট্রলির চাপায় শিশু নিহত     |     টাঙ্গাইল-৪ আসন ভিআইপি প্রার্থী লতিফ সিদ্দিকী দুই দলের বিষফোঁড়া     |     ডোমারে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত     |     কোটচাঁদপুর জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৯!     |     বগুড়ার শেরপুরে প্রায় ৮ কোটি টাকা হাতিয়ে নিয়ে ফিলিং স্টেশনের মালিক লাপাত্তা     |