ঢাকা, বুধবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

কোটচাঁদপুর শহরে প্রকাশ্যে ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ছিনতাই

ঝিনাইদহ সংবাদাতাঃ

ঝিনাইদহ কোটচাঁদপুর শহরে প্রকাশ্যে দিবালোকে কালাম হোসেন (২৩) নামে এক ভাজা ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। এ সময় তার কাছে থাকা ১৫ হাজার টাকা নিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বৃহস্পতিবার সকাল ১০ টায় দিকে কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে । আহত কালাম শহরের বেনেপাড়া এলাকার ওমর আলীর ছেলে। আহত কালাম হোসেন জানায়, ভাজা বিক্রি করে আসার সময় কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এলে কতিপয় ৮-১০ জন ছেলে কিছু কথা আছে বলে পাশের এক গলির মধ্যে নিয়ে যায়। এ সময় কিছু না বলেই তারা আমার উপর চড়াও হয়। প্রথমে কাঠ দিয়ে মাথায় আঘাত করে, আমি মাটিতে পড়ে গেলে সবাই আমাকে লাথি মারতে থাকে। এ সময় আমি জ্ঞান হারিয়ে ফেলি।

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শিক্ষক আনিসুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |