কোটচাঁদপুর সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ চারজন নিহত, আহত চারজন!


সুমন মালাকার কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃঝিনাইদহের কোটচাঁদপুর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২শিশুসহ চারজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে কালিগঞ্জ-কোটচাঁদপুর মহাসড়কের কোটচাঁদপুরের কাশিপুর পৌর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সাহাপুর গ্রামের কামাল কাজী জানান – কোটচাঁদপুর মুখি একটি দ্রুতগামী পিকআপ ভ্যান অপর দিক থেকে যাত্রী নিয়ে আসা একটি ইঞ্জিনচলিত ভ্যানের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী দুই শিশু ও ভ্যান চালক নিহত হয় ও অজ্ঞাত (২৫) একজন সহ পাঁচ যাত্রী গুরুতর জখম হয়। পরে আহত অজ্ঞাত ব্যক্তি যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করলে সেখানেই মারা যান।
অপর নিহতরা হচ্ছেন- কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের রুবেল হোসেনের পুত্র রাফান (৮), কালিগঞ্জ উপজেলার বলাকান্দ গ্রামের শাহিনের কন্যা খুকুমণি (২), ভ্যান চালক কালীগঞ্জ উপজেলার সাহাপুর ঘিঘাটি গ্রামের সোলেমান হোসেন (৬০)। গুরুতর আহতরা হচ্ছে এলাঙ্গী গ্রামের তোরাব আলীর স্ত্রী শিউলি বেগম (৫০), তার মেয়ে রিমা খাতুন (২৫), কালীগঞ্জের বলিদা পাড়া গ্রামের অন্তর (১৮) এবং চট্টগ্রামের আলামিন হোসেন (৫২)।
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তারুণী পাশা জানান – আহতদেরকে মুমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কোটচাঁদপুর থানার ওসি মঈনদ্দিন জানান- এ দুর্ঘটনায় নিহত দুই শিশুসহ তিনজনের লাশ কোটচাঁদপুর হাসপাতালে রয়েছে।
ঘাতক পিকআপ ভ্যানটি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। ঘটনার সাথে সাথে ড্রাইভার পালিয়ে গেছে ।