ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

কোটা সংস্কারের আন্দোলন স্থগিত ঘোষণা শিক্ষার্থীদের

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা করেছে। সোমবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদেরের সঙ্গে বৈঠকের পরেএই ঘোষনা দেওয়া হয় শিক্ষার্থীদের পক্ষে। তারা জানান সরকারের বিদ্যমান কোঠার বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে এমন আশ্বাসের পরিপেক্ষিতে আগামী ৭ মে পর্যন্ত স্থগিত করা হয়।

 আজ সোমবার বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে সরকারের একটি প্রতিনিধিদলের সঙ্গে আন্দোলনকারীদের প্রায় পৌনে দুই ঘণ্টা বৈঠকের পর এ সিদ্ধান্ত আসে।

বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘আন্দোলনকারীদের সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে। আমরা  তাদের বলেছি, আগামী ৭ মের মধ্যে সরকার বিদ্যমান কোটার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করবে। সে পর্যন্ত আন্দোলন স্থগিত থাকবে।

ওবায়দুল কাদের আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালযের ভাইস চ্যান্সেলরের বাসভবনে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

এছাড়া পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত বিক্ষোভকারীদের চিকিৎসার ব্যবস্থাও সরকার করবে বলে জানান তিনি।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |