ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

কোটা সংস্কার আন্দোলনকারীরা রাজাকারের সন্তান!

মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনকারীরা রাজাকারের সন্তান বলে আখ্যায়িত করেছেন শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। সরকারী চাকুরিতে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবীতে ঝিনাইদহের শৈলকুপায় মুক্তিযোদ্ধারা বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন ও স্বারকলিপি প্রদানের সময় এ কথা বলেন।মঙ্গলবার সকাল ১১ টা থেকে ১২ পর্যন্ত এসকল কর্মসূচী পালন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। এসময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার গোলাম রইচ ও উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার মনোয়ার হোসেন মালিথা বক্তব্য রাখেন। মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন বঙ্গবন্ধু প্রবর্তিত মুক্তিযোদ্ধা কোটা পাশাপাশি প্রতিবন্ধী কোটা, উপজাতি কোটা, জেলা কোটসহ সকল কোটা অব্যাহত রাখতে হবে। এর ব্যতয় ঘটলে পরবর্তীতে রাজপথে অনশন ধর্মঘট ও ঢাকার উদ্দেশ্যে পদযাত্রাসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচীর হুশিয়ারী দেন তারা। মুক্তিযোদ্ধারা বলেন ৭১ সালে স্বশস্ত্র যুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছে। এত বছর পরে যারা কোটা সংস্কারের দাবীতে আন্দোলনে নেমেছেন তারা স্বাধীনতা বিরোধী চক্র। তাদেরকে প্রতিহত করা হবে বলে হুশিয়ারী দেন। কর্মসূচীতে শত শত মুক্তিযোদ্ধা যোগ দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার উসমান গনির হাতে স্বারকলিপি প্রদান করা হয়।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |