কোটা সংস্কার আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়েছে


কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে। দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবি নিয়ে নিজ নিজ ক্যাম্পাস ও ক্যাম্পাস সংলগ্ন সড়ক অবরোধ করে সরকারি চাকরিতে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চলেছেন।
একই দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গতকালের পুলিশ ও ছাত্রলীগের হামলার পর আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থমথমে হয়ে ছিলো। সকাল থেকেই পুরো ক্যাম্পাস ছিলো পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দখলে।
কিন্তু বেলা বারোটার দিকে চিত্র পাল্টাতে থাকে। ওই সময় কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রথমে দোয়েল চত্বর এবং পরে টিএসসির রাজু ভাস্কর্যের গোড়ায় মিলিত হয় শিক্ষার্থীরা। এরপর ধীরে ধীরে সবাই শাহবাগের দিকে এগিয়ে যায়। এ সময় গতকাল রাতের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরাও মিছিলে দলে দলে যোগ দেয়।
ঢাকার মতো অবস্থা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও। দেশের বিভিন্ন জেলা থেকে পাঠানো আমাদের প্রতিনিধিরা কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের ছবি পাঠিয়েছেন।
ভোরেই কোটা সংস্কারের দাবি নিয়ে সাধারণ ছাত্রছাত্রীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয়। কিছুক্ষণ পর বেলা বাড়লে আরও শিক্ষার্থীদের সমাগম ঘটে। এক সময় তারা ঢাকা-আরিচা সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। তবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে এই কর্মসূচি থেকে বিরত রাখতে হুমকি দিয়ে গেছে বলে জানা গেছে।
সকাল থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বন্ধ করে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নেয়। এ সময় তারা সড়কে যান চলাচল ও বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন যোগাযোগ বন্ধ করে দেয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল থেকেই কোটার বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানিয়ে আসছেন। আজ সকালে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী কোটা সংস্কারের দাবিতে ক্লাসরুম ছেড়ে রাস্তায় নেমে আসে। সেখানে মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা শ্লোগান দিয়ে চলেছে।
আন্দোলন চলছে বরিশাল বিশ্ববিদ্যালয়েও। সেখানে ছাত্ররা মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে এসে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়েছে। বর্তমানে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ আছে। এদিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একই দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেল লাইন অবরোধ করেছে। ফলে সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ আছে।
এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ইসলামি বিশ্ববিদ্যালয়; কুষ্টিয়া, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মিছিল নিয়ে রাস্তায় বের হয়ে এসেছেন। এছাড়া বিভিন্ন জেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও কোটা সংস্কারের দাবি নিয়ে রাস্তায় নেমে এসেছেন।