কোটা সংস্কার, চট্টগ্রামের শিক্ষার্থীরা মাঠে

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে শিক্ষার্থীরা মাঠে নেমেছে। সারাদেশের মত চট্টগ্রামেও কোটা সংস্কারের দাবিতে গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় বিক্ষোভ মিছিল করে বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটির পাঁচ শতাধিক শিক্ষার্থী। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে কোটা সংস্কার পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা এ বিক্ষোভের ডাক দেয়। তারা নগরীর দুই নম্বর গেট থেকে মিছিল নিয়ে ষোলশহর পর্যন্ত যায়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশও করেন তারা। তাদের হাতে বিভিন্ন প্লেকার্ডে দাবিগুলো তুলে ধরেন। ১০ শতাংশের বেশি কোটা না থাকা, নিয়োগে কাট মার্ক নিশ্চিত করা ও ঢাকায় আন্দোলনকারীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহার করা।
বক্তারা বলেন, মাত্র ৪৪ শতাংশ মেধা কোটা আছে। বাকি ৫৬ শতাংশ কোটা থাকায় সাধারণ চাকরি-প্রত্যাশীরা বৈষম্যের স্বীকার হচ্ছেন। এরপরও বিভিন্ন সময় কোটায় বিশেষ নিয়োগ দেওয়া হচ্ছে। তাই ঢাকার সাথে সমন্বয় করে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি।দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক মো. আরজু বলেন, আমরা অনেক আগে থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি। সর্বশেষ ঢাকায় আন্দোলনকরা শিক্ষার্থীদের উপর পুলিশ হামলা চালিয়েছে, মামলা দিয়েছে। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই।