ঢাকা, মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

কোণঠাসা অডিও ইন্ডাস্ট্রি

বিনোদন: গত প্রায় দেড় বছর ধরেই মন্দাবস্থা চলছে অডিও ইন্ডাস্ট্রিতে। তবে চলতি বছর এসে যেন স্থবিরতা ও অনিশ্চয়তা ভর করেছে ইন্ডাস্ট্রির ওপর। এর ফলে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়েছে অডিও অঙ্গন। কারণ চলতি বছরের শুরু থেকেই অডিও কোম্পানিগুলো প্রকাশনা কমিয়েছে ৫০ ভাগেরও বেশি। তাছাড়া হাতে গোনা বাণিজ্যিকভাবে সফল কিছু শিল্পীর গানই কেবল প্রকাশ করছে কোম্পানিগুলো। যার ফলে ঘুরে ফিরে একই শিল্পীর গানই এখন শুনতে হচ্ছে শ্রোতাদের।
এদিকে চলতি বছর ভালোবাসা দিবসে আশা করা হয়েছিলো অডিও ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে। কিন্তু সেটা হয়নি। হয়েছে তার উল্টো। ভালোবাসা দিবসে অডিও বাজারের অবস্থার অবনতি হয় আরও। এরপর আশা করা হয়েছিলো বাঙালির সবচাইতে বড় উৎসব পহেলা বৈশাখে অন্তত অডিও ইন্ডাস্ট্রির অবস্থার উন্নতি হবে। সংগীতসংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে আসবে। কিন্তু কয়েকদিন আগেই পহেলা বৈশাখ শেষ হলো। কিন্তু গানবাজারে এর কোনো আমেজ ছিল না বললেই চলে। একেবারেই অল্পসংখ্যক কিছু গানের অডিও ভিডিও প্রকাশ করেছে কোম্পানিগুলো। অনেক কোম্পানি নিজেদের আগের গানগুলো নতুন মোড়কে প্রকাশ করেছে ইউটিউবে। অনেক শিল্পী কোম্পানির উপর নির্ভর না করে নিজেই বৈশাখের বিশেষ গান প্রকাশ করেছে। তবে ফলাফল শূন্যের কোঠায়। সার্বিকভাবে মুখ থুবড়ে পড়েছে বৈশাখের অডিও বাজার। প্রকাশিত গানের সংখ্যা ছিল এবার খুবই কম। তাছাড়া শুধুমাত্র বৈশাখকে উপলক্ষ করে বাণিজ্যিকভাবে সফল অনেক শিল্পীই এবার গান প্রকাশ করেননি। কোনো গানই এখন পর্যন্ত উঠে আসেনি সেভাবে। তবে খানিক আলোচনায় ছিলো প্রীতম হাসানের ‘রাজকুমার’ গানটি। এর বাইরে বৈশাখে সর্বাধিক গান নিয়ে হাজির ছিলেন কাজী শুভ। এসডি রুবেল, অটমনাল মুন, ঐশী, কর্নিয়াদের বৈশাখের বিশেষ গান প্রকাশ হয়েছে। এদিকে পহেলা বৈশাখের আগে বেশ প্রস্তুতি থাকলেও অনেক অডিও কোম্পানি বৈশাখের ঠিক আগ মুহূর্তে নতুন গান প্রকাশে পিছিয়ে যান। কারণ নতুন বিনিয়োগে আসলটাই উঠে আসবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অডিও প্রকাশকরা। অনেক কোম্পানি পুরোপুরি বন্ধ রেখেছেন নতুন গান প্রকাশ। এ বিষয়ে এমআইবি’র সভাপতি ও লেজারভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান বলেন, অডিও ইন্ডাস্ট্রির অবস্থা এখন খুবই খারাপ। আমরা অফিস চালাতেই হিমশিম খাচ্ছি। কারণ বিভিন্ন জায়গা থেকে আয়ের পরিমাণ কমে এসেছে। ওয়েলকাম টিউন থেকে তো আয় যেটা আসছে সেটা উল্লেখ করার মতোই না। আর বিভিন্ন অ্যাপস থেকেও তেমন আসছে না আয়। এরপর আবার ইয়োন্ডার মিউজিক অ্যাপস বন্ধ হয়ে গেছে। সব মিলিয়ে বেশ কোণঠাসা অবস্থায় রয়েছে ইন্ডাস্ট্রি। এর সমাধান কি তাহলে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আসলে আমরা অপেক্ষা করছি। ফোন কোম্পানিগুলোর সঙ্গে কয়েক দফা আলোচনায় বসেছি। বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে। কিন্তু এর ফলাফল এখনও আসেনি। তাই আমরা সামনে আবারও বসবো তাদের সঙ্গে। সবাই মিলে একটা সুরাহা বের করার চেষ্টা করবো। আশা করছি ফল আমরা পাবো। এদিকে অডিও ইন্ডাস্ট্রির এমন কোণঠাসা অবস্থায় নতুন শিল্পীরা সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছেন। কারণ তাদের গান বেশির ভাগ কোম্পানিই প্রকাশ করে রিস্ক নিতে রাজি নয়। এমনকি অনেক প্রতিষ্ঠিত শিল্পীর গান প্রকাশও বন্ধ রেখেছে কোম্পানিগুলো। কারণ, কেবল বাণিজ্যিকভাবে সফল কয়েকজন শিল্পীর পেছনে বিনিয়োগ করাটাকে ‘রিস্ক ফ্রি’ মনে করছেন তারা। চলতি ইন্ডাস্ট্রির অবস্থা প্রসঙ্গে সংগীত তারকা আসিফ আকবর বলেন, আমি একটা বিষয়ে বিশ্বাস করি। সেটা হলো কাজ আর কাজ। কাজ করে যেতে হবে। আর সেজন্য অনেক উপায় আছে এখন। ইচ্ছে করলে শিল্পীরা কোম্পানি থেকে যেমন গান প্রকাশ করতে পারে। আবার নিজের গান নিজেও প্রকাশ করতে পারে। দ্বিতীয় উপায়টিতে আমরা অভ্যস্ত না। এ জায়গাটায় অভ্যস্ত হতে হবে। তবে কাজ বন্ধ করা যাবে না। কারণ যে কাজ বন্ধ করবে সেই পিছিয়ে পড়বে এ সময়।

You must be Logged in to post comment.

ফুলবাড়ীতে পানিবন্দি আশ্রয়নের ১৬০ পরিবারের মাঝে চাল বিতরণ     |     ঠাকুরগাঁওয়ে তিনদলের নেতারা মিলে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সংবাদ সম্মেলন     |     ‘বঙ্গবন্ধুর প্রতি শিশুটির এ যেন এক নিষ্পাপ ভালোবাসা’     |     ঠাকুরগাঁওয়ে কিশোরীকে ২ মাস আটকে রেখে নির্যাতনের অভিযোগ পুলিশ কনস্টেবল আল-আমিন এর বিরুদ্ধে     |     উন্নয়নে বদলে গেছে নাগরপুর-দেলদুয়ারের জনপদ সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি  সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য খাতে অভুতপূর্ব উন্নয়ন     |     যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় তাদের রুখতে হবে — সাতক্ষীরায় বাহাউদ্দিন নাছিম     |     গাংনীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বাঁশবাড়ীয়া রং পেন্সিল ফুটবল একাদশকে টাইব্রেকারে হারিয়ে শিশিরপাড়্া টাইগার ক্লাব চ্যাম্পিয়ন     |     স্মার্ট কর্নারই বাস্তবায়ন করবে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন -কবির বিন আনোয়ার     |     মেহেরপুরে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান অভিযানে ২ ব্যবসায়ীর জরিমানা     |     নদী একটি জীবন্ত সত্তা     |