কোণঠাসা অডিও ইন্ডাস্ট্রি


বিনোদন: গত প্রায় দেড় বছর ধরেই মন্দাবস্থা চলছে অডিও ইন্ডাস্ট্রিতে। তবে চলতি বছর এসে যেন স্থবিরতা ও অনিশ্চয়তা ভর করেছে ইন্ডাস্ট্রির ওপর। এর ফলে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়েছে অডিও অঙ্গন। কারণ চলতি বছরের শুরু থেকেই অডিও কোম্পানিগুলো প্রকাশনা কমিয়েছে ৫০ ভাগেরও বেশি। তাছাড়া হাতে গোনা বাণিজ্যিকভাবে সফল কিছু শিল্পীর গানই কেবল প্রকাশ করছে কোম্পানিগুলো। যার ফলে ঘুরে ফিরে একই শিল্পীর গানই এখন শুনতে হচ্ছে শ্রোতাদের।
এদিকে চলতি বছর ভালোবাসা দিবসে আশা করা হয়েছিলো অডিও ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে। কিন্তু সেটা হয়নি। হয়েছে তার উল্টো। ভালোবাসা দিবসে অডিও বাজারের অবস্থার অবনতি হয় আরও। এরপর আশা করা হয়েছিলো বাঙালির সবচাইতে বড় উৎসব পহেলা বৈশাখে অন্তত অডিও ইন্ডাস্ট্রির অবস্থার উন্নতি হবে। সংগীতসংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে আসবে। কিন্তু কয়েকদিন আগেই পহেলা বৈশাখ শেষ হলো। কিন্তু গানবাজারে এর কোনো আমেজ ছিল না বললেই চলে। একেবারেই অল্পসংখ্যক কিছু গানের অডিও ভিডিও প্রকাশ করেছে কোম্পানিগুলো। অনেক কোম্পানি নিজেদের আগের গানগুলো নতুন মোড়কে প্রকাশ করেছে ইউটিউবে। অনেক শিল্পী কোম্পানির উপর নির্ভর না করে নিজেই বৈশাখের বিশেষ গান প্রকাশ করেছে। তবে ফলাফল শূন্যের কোঠায়। সার্বিকভাবে মুখ থুবড়ে পড়েছে বৈশাখের অডিও বাজার। প্রকাশিত গানের সংখ্যা ছিল এবার খুবই কম। তাছাড়া শুধুমাত্র বৈশাখকে উপলক্ষ করে বাণিজ্যিকভাবে সফল অনেক শিল্পীই এবার গান প্রকাশ করেননি। কোনো গানই এখন পর্যন্ত উঠে আসেনি সেভাবে। তবে খানিক আলোচনায় ছিলো প্রীতম হাসানের ‘রাজকুমার’ গানটি। এর বাইরে বৈশাখে সর্বাধিক গান নিয়ে হাজির ছিলেন কাজী শুভ। এসডি রুবেল, অটমনাল মুন, ঐশী, কর্নিয়াদের বৈশাখের বিশেষ গান প্রকাশ হয়েছে। এদিকে পহেলা বৈশাখের আগে বেশ প্রস্তুতি থাকলেও অনেক অডিও কোম্পানি বৈশাখের ঠিক আগ মুহূর্তে নতুন গান প্রকাশে পিছিয়ে যান। কারণ নতুন বিনিয়োগে আসলটাই উঠে আসবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অডিও প্রকাশকরা। অনেক কোম্পানি পুরোপুরি বন্ধ রেখেছেন নতুন গান প্রকাশ। এ বিষয়ে এমআইবি’র সভাপতি ও লেজারভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান বলেন, অডিও ইন্ডাস্ট্রির অবস্থা এখন খুবই খারাপ। আমরা অফিস চালাতেই হিমশিম খাচ্ছি। কারণ বিভিন্ন জায়গা থেকে আয়ের পরিমাণ কমে এসেছে। ওয়েলকাম টিউন থেকে তো আয় যেটা আসছে সেটা উল্লেখ করার মতোই না। আর বিভিন্ন অ্যাপস থেকেও তেমন আসছে না আয়। এরপর আবার ইয়োন্ডার মিউজিক অ্যাপস বন্ধ হয়ে গেছে। সব মিলিয়ে বেশ কোণঠাসা অবস্থায় রয়েছে ইন্ডাস্ট্রি। এর সমাধান কি তাহলে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আসলে আমরা অপেক্ষা করছি। ফোন কোম্পানিগুলোর সঙ্গে কয়েক দফা আলোচনায় বসেছি। বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে। কিন্তু এর ফলাফল এখনও আসেনি। তাই আমরা সামনে আবারও বসবো তাদের সঙ্গে। সবাই মিলে একটা সুরাহা বের করার চেষ্টা করবো। আশা করছি ফল আমরা পাবো। এদিকে অডিও ইন্ডাস্ট্রির এমন কোণঠাসা অবস্থায় নতুন শিল্পীরা সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছেন। কারণ তাদের গান বেশির ভাগ কোম্পানিই প্রকাশ করে রিস্ক নিতে রাজি নয়। এমনকি অনেক প্রতিষ্ঠিত শিল্পীর গান প্রকাশও বন্ধ রেখেছে কোম্পানিগুলো। কারণ, কেবল বাণিজ্যিকভাবে সফল কয়েকজন শিল্পীর পেছনে বিনিয়োগ করাটাকে ‘রিস্ক ফ্রি’ মনে করছেন তারা। চলতি ইন্ডাস্ট্রির অবস্থা প্রসঙ্গে সংগীত তারকা আসিফ আকবর বলেন, আমি একটা বিষয়ে বিশ্বাস করি। সেটা হলো কাজ আর কাজ। কাজ করে যেতে হবে। আর সেজন্য অনেক উপায় আছে এখন। ইচ্ছে করলে শিল্পীরা কোম্পানি থেকে যেমন গান প্রকাশ করতে পারে। আবার নিজের গান নিজেও প্রকাশ করতে পারে। দ্বিতীয় উপায়টিতে আমরা অভ্যস্ত না। এ জায়গাটায় অভ্যস্ত হতে হবে। তবে কাজ বন্ধ করা যাবে না। কারণ যে কাজ বন্ধ করবে সেই পিছিয়ে পড়বে এ সময়।